X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অধ্যক্ষ নিয়োগ দ্বন্দ্বে ২ সপ্তাহ ধরে কলেজে ঝুলছে তালা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৪

কুড়িপাড়া কলেজে দুই সপ্তাহ ধরে ঝুলছে তালা

সিরাজগঞ্জ সদর উপজেলার একটি কলেজে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। ২১ থেকে ২৬ নভেম্বর সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে অবস্থিত কুড়িপাড়া কলেজের সব কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে। নন-এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে এ অবস্থার সৃষ্টি হয় বলে শনিবার (৩ ডিসেম্বর) সকালে সরেজমিনে গেলে শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।  

দুই সপ্তাহ ধরে পরিস্থিতির কোনও অগ্রগতি না থাকলেও আজ (রবিবার) বিকাল সাড়ে ৩টায় কলেজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে বিষয়টির সমাধানকল্পে এক বৈঠক অনুষ্ঠিত হবে বলে কলেজ সূত্রে জানা গেছে।  

কলেজের সব কক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন বলে জানা যায়। এ ঘটনায় শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া ৫২ শিক্ষার্থী।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল করিম বাংলা ট্রিবিউনকে জানান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা নিজেদের পছন্দের ব্যক্তিকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেওয়ার জন্য পাঁয়তারা করছে। ম্যানেজিং কমিটি ও কলেজের স্টাফরা বিষয়টির বিরোধিতা করার কারণে কলেজে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় ২৮জন নন-এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী এবং ৩৬০ জন শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছি।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, ওই কলেজের আমার কোন পদ-পদবি নেই। যা কিছু হয়েছে, সবই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে হয়েছে। আপনার কোনও প্রশ্ন থাকলে তাকে জিজ্ঞেস করুন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির বকুল বাংলা ট্রিবিউনকে জানান, কলেজটি এমপিওভুক্তির তালিকায় রয়েছে। এ অবস্থায় অধ্যক্ষ নিয়োগ জরুরি। পত্রিকায় নিয়োগ দেওয়ার পরও একাধিকবার তারিখ নির্ধারণ করেও শিক্ষক ও স্টাফরা মিলে অধ্যক্ষ নিয়োগ করতে দেননি। সৃষ্ট ঝামেলা সমাধানে স্থানীয় নেতারা উদ্যোগী হলেও কলেজের শিক্ষকরা এগিয়ে আসেননি। যে কারণে কলেজে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আশাকরছি শিগগিরই বিষয়টির সুষ্ঠু সমাধা হয়ে যাবে।   

কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক জহুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, কলেজের অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলার কারণে ২১ নভেম্বর সকালে কলেজ চলাকালে স্থানীয় রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির বকুল লোকজন নিয়ে কলেজে এসে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর ২৬ নভেম্বর কলেজে এইচএসসির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কক্ষ থেকে বের করে দিয়ে কলেজের সব কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। এ অবস্থায় এইচএসসির শিক্ষার্থীদের সাতটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে এইচএসসির টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী বাণিজ্য বিভাগের মাসুদ রানা, তন্নি তালুকদার, বিজ্ঞান বিভাগের সাগর আহম্মেদ, মানবিক বিভাগের সুজন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ৬টি বিষয়ে টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমাদের পরীক্ষার কক্ষ থেকে বের দিয়ে তালা দেওয়া হয়েছে। এ অবস্থায় শিক্ষাজীবন নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। পাশাপাশি কলেজের অন্য শিক্ষার্থীরাও লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

কলেজে স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনার দাবি করেছেন এ শিক্ষার্থীরা।

১৯৯৯ সালে ১১৫ শতক জায়গা নিয়ে কুড়িপাড়া কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা ৩৬০।

/টিএন/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা: প্রতিমন্ত্রী
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট