X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

বগুড়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৯:৫৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৯:৫৬

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার বাগবেড়-গজারিয়া সড়কে খালের ওপর প্রায় এক বছর আগে সেতু নির্মাণ করা হলেও সেখান সংযোগ সড়ক নেই। এতে সেতুটি জনগণের কোনও কাজেই আসছে না। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কে মাটি ভরাট করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন। সারিয়াকান্দিতে সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় গত ২০১৫-১৬ অর্থ বছরে উপজেলার বাগবেড়-গজারিয়া সড়কে খালের ওপর ৩৯ ফুট দৈর্ঘ্যরে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বগুড়া শহরের নাহার কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শহিদুল ইসলাম কাজটি পান। ঠিকাদার পরবর্তীতে কাজটি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসেদুল হক ঠাণ্ডার কাছে বিক্রি করে দেন। কংক্রিটের সেতুটি নির্মাণে প্রায় ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। গত বছরের ১৭ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। সাব-ঠিকাদার দ্রুত কাজটি শেষ করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, তড়িঘড়ি করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হয়। কয়েকদিন পর বৃষ্টি হলে সড়কটি ভেঙে ধুয়ে যায়। ফলে সেতু জনগণের কোনও কাজে আসছে না। এ কারণে বাগবেড়, গজারিয়া, কালিতলাসহ ৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণ তাদের উৎপাদিত ফসল অন্যত্র নিতে পারছেন না।

তারা অভিযোগ করেন, সেতুর পুরোকাজ সম্পন্ন না হলেও ঠিকাদারকে সব বিল পরিশোধ করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম বলেন, ঠিকাদার সেতুর উভয়পাশে সংযোগ সড়ক নির্মাণ করেছিলেন। কিন্তু বালুমাটি হওয়ায় বর্ষার পানিতে সব ধুয়ে গেছে।

তিনি আরও বলেন, আগামী অর্থ বছরে প্রকল্প করে সেখানে মাটি ভরাট করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়