X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দখলমুক্ত করার পর ফের দখলের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ০৯:২৮আপডেট : ২১ মার্চ ২০১৭, ০৯:৩১

দখলমুক্ত করার পর ফের দখলের অভিযোগ বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন প্রায় দেড় যুগ পর আড়িয়া বাজারের জায়গা দখল মুক্ত করলেও সরকারি দলের কতিপয় নেতা আবারও সেখানে পাকা ঘর তুলতে শুরু করেছেন। ব্যবসায়ীদের ঘর দিতে তাদের কাছ থেকে অগ্রিম টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না তারা। তবে দখলবাজির সঙ্গে জড়িত নেতারা বলছেন, তারা নয়; আড়িয়া ইউপি চেয়ারম্যান ও হাট উন্নয়ন কমিটি দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য শেড নির্মাণ করছে।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারের বিপুল পরিমাণ জায়গা অবৈধ দখলে চলে যায়। অবৈধ দখলবাজরা সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসা করে আসছিলেন। সরকারিভাবে প্রতি বছর বাজারটি ইজারা দেওয়া হয়। দখলের কারণে বাজারের জায়গা কমে যাওয়ায় ব্যবসায়ীদের খুব সমস্যা হচ্ছিল। তাই ইজারাদার পাশে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাজার বসাতেন। স্কুল মাঠে বাজার বসায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হতো। আবার পাশে উত্তরবঙ্গ মহাসড়কেও বাজার বসায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতো। এলাকাবাসীর দাবির মুখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকির হোসেন প্রায় ১৫ দিন আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন। এছাড়া স্কুল মাঠে বাজার বসানো বন্ধ করে দেন। এতে জনগণের মাঝে স্বস্তি দেখা দেয়।

এদিকে সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, দখলমুক্ত করা বাজারের জায়গা আবার দখল হচ্ছে। সেখানে পাকা দোকানঘর নির্মাণ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান দুলু আড়িয়া বাজারের ইজারাদার। আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন মাস্টারের নেতৃত্বে বাজারের দখলমুক্ত জায়গা দখল শুরু হয়েছে। সেখানে ইট সিমেন্ট দিয়ে ঘর তৈরি করা হচ্ছে। দোকান বসানোর বিনিময়ে কয়েকজন ব্যবসায়ীর কাছে বিভিন্ন অংকের টাকাও নেওয়া হয়েছে। বাজারের জায়গা আবার দখল শুরু হওয়ায় প্রকৃত ব্যবসায়ী ও আশপাশের জনগণের মাঝে প্রচন্ড ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। তবে তারা প্রভাবশালী দখলবাজদের বিরুদ্ধে কথা বলার সাহস করছেন না।

এদিকে, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম মন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ মামুন ও অন্যরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানের সহযোগিতায় বাজার উন্নয়ন কমিটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য শেড নির্মাণ করছে। এর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই; কেউ প্রতিহিংসার কারণে এসব বলছেন।

আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কেউ বাজারের জায়গা দখল করেনি। তার উদ্যোগে পুরাতন টিন ও ইট দিয়ে শেড নির্মাণ করা হচ্ছে। সেখানে ছোট ব্যবসায়ীরা বসবেন। পরবর্তীতে তার পরিষদ থেকে বাজেট দেওয়া হবে।’

এ ব্যাপারে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকির হোসেন জানান, জনস্বার্থে বাজার থেকে অবৈধ দখলবাজদের উচ্ছেদ করা হয়েছে। বাজারের জায়গায় কাউকে শেড নির্মাণের অনুমতি দেওয়া হয়নি। কেউ অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র