X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর মামলায় জামিন পেলেন প্রধান শিক্ষক

বগুড়া প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৮:১০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৮:১৩

বগুড়া বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের গাড়ি ভাঙচুর মামলায় জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই শিক্ষককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। দুপুরে আদালত ১০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  ফজলে ইলাহি জানান, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের গাড়িতে হামলার ঘটনায় চালক নজরুল ইসলাম মঙ্গলবার (২১ মার্চ) সদর থানায় জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী ও অজ্ঞাত ছাত্রদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। বুধবার রাতে শহরের সেউজগাড়ির বাসভবন থেকে প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে দ্রুত বিচার আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট না থাকায় তাকে পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে নেওয়া হয়। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

কোর্ট ইন্সপেক্টর শাহাজাহান আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

রমজান আলীর আইনজীবী কামাল উদ্দিন জানান, তার মক্কেলসহ অন্তত ৫০ জন জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে প্রধান শিক্ষককে ১০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন।

প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আমার মুরুব্বি ও অভিভাবক। আমি তাকে শ্রদ্ধা করি। আমি তার গাড়িতে হামলা করিনি। সত্য ও ন্যায়ের পথে থাকায় আমি জামিন পেয়েছি।’

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগ সভাপতির নাতি জিলা স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বেলা ১০টার দিকে চালক নজরুল ইসলাম গাড়ি নিয়ে তাকে আনতে যান। তিনি গাড়ি স্কুলের ভেতরে নিয়ে যান। এ সময় মাঠে দাঁড়িয়ে থাকা প্রধান শিক্ষক রমজান আলী ক্ষিপ্ত হন। গাড়ি স্কুলের ভেতরে নিয়ে যাওয়ায় তিনি চালকের ওপর ক্ষিপ্ত হন। এ সময় মাঠে ক্রিকেট খেলতে থাকা কয়েকজন ছাত্র ব্যাট দিয়ে গাড়িতে আঘাত করে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আওয়ামী লীগ সভাপতির গাড়ি চালকের দাবি, প্রধান শিক্ষকও গাড়িতে আঘাত করেন। এ ঘটনায় চালক সদর থানায় প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।

/বিএল/ 

এ সংক্রান্ত আগের খবর:
আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর মামলায় বগুড়ায় স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ