X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড: মিরুর ভাইয়ের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে চার্জশিট

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০১৭, ২০:১৮আপডেট : ০৪ মে ২০১৭, ২১:০০

হাবিবুল হক মিন্টু সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌর মেয়র মিরুর ভাই হাবিবুল হক মিন্টুর বিরুদ্ধে আরেকটি চার্জশিট দিয়েছে পুলিশ। শিমুল হত্যাকাণ্ডের মামলায় মিন্টু দ্বিতীয় আসামি হলেও জব্দকৃত অবৈধ পাইপগানের চার্জশিটে তাকে একমাত্র আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর আমলী আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম।

শাহজাদপুর আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. আতাউর রহমান চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। চার্জশিটের সঙ্গে পাইপ গানটিও আলামত হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছে।

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় দু’দফা জিজ্ঞাসাবাদে মিন্টু গত ৭ মার্চ তার ভাই মিরুর বাড়ির পেছনের একটি ডোবা থেকে পাইপগানটি বের করে দেন। সেটি উদ্ধারের পর তার বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়। পাইপগানটি ব্যালেস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়। গত ২০ এপ্রিল ব্যালেস্টিক পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, ১২ বোরের শটগানের গুলি এটিতে ব্যবহার করা হয়। এদিকে, মেয়র মিরুর ৬৭ রাউন্ড শটগানের গুলির কোনও হদিস নেই। যেগুলো মিন্টু ব্যবহার করতে পারে বলে পুলিশের ধারণা।

তিনি আরও জানান, অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে দাখিলকৃত চার্জশিটে মিন্টুকে একমাত্র আসামি করা হয়েছে।

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড: মিরুর ভাইয়ের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে চার্জশিট গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর মেয়রের ভাই মিন্টু, পিন্টু ও নাসিরের সঙ্গে সরকার দলের লোকজনের সংঘর্ষ বাধে। খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহাজাদপুর প্রতিনিধি শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী বাদী হয়ে মেয়র মিরু ও মিন্টুসহ জ্ঞাত ১৮ ও অজ্ঞাত মিলে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তিন মাস তদন্তের পর মেয়র মিরু ও মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে গত ২ মে চার্জশিট দাখিল করে। চার্জশিটে অভিযুক্ত মেয়র মিরু, মিন্টু ও নাসিরসহ ১৪ জন কারাগারে এবং বাকি ২৪ জন পলাতক রয়েছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?