X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জমিতে পানি সেচের বকেয়া বিল না দেওয়ায় পিটুনিতে বৃদ্ধ নিহত!

বগুড়া প্রতিনিধি
০৬ জুন ২০১৭, ১৬:৫০আপডেট : ০৬ জুন ২০১৭, ১৬:৫৩

সেকেন্দার আলী সরকার বগুড়ার ধুনটে জমিতে পানি সেচের বকেয়া পরিশোধ না করা নিয়ে বিরোধের জেরে পাম্প মালিক আফাজ উদ্দিনের মারপিটে সেকেন্দার আলী সরকার (৮৫) নামে এক বৃদ্ধ নিহত এবং তার দুই ছেলে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার চিকাশী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে এ খবর পাঠানোর সময় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কোনও মামলা হয়নি।

এলাকাবাসী জানান, ওই গ্রামের বিরাজ উদ্দিনের সরকারের ছেলে আফাজ উদ্দিন সরকার শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচের ব্যবসা করেন। তার কাছ থেকে প্রতিবেশী মৃত মহির উদ্দিন সরকারের ছেলে সেকেন্দার আলী সরকার সেচ নিতেন। এক পর্যায়ে এক হাজার টাকা বকেয়া পড়ে যায়। সেকেন্দার আলী বাঁশ দিয়ে আফাজের পাওনা পরিশোধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হলে সেকেন্দার আলী অন্য পাম্প থেকে পানি নেওয়ার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সেকেন্দার আলী তার জমিতে অন্য মেশিন থেকে পানি নেওয়া শুরু করেন। তখন আফাজ উদ্দিন সেখানে গিয়ে সেচ নালা বন্ধ করে দেন এবং বকেয়া ১ হাজার টাকা দাবি করেন। সেকেন্দার আলী তাকে জানান, ঝাড়ের বাঁশ দিয়ে বকেয়া পরিশোধ করেছেন। তখন কথা কাটাকাটি থেকে উভয় পক্ষের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে মারামারি শুরু হয়। আফাজ উদ্দিন ও তার লোকজনের মারপিটে সেকেন্দার আলী, তার ছেলে আবদুল লতিফ (৪২) ও সোনাউল্লাহ (৩৫) আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বৃদ্ধ সেকেন্দার আলীকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুই ছেলেকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধে আফাজ ও তার লোকজনের লাঠির আঘাতে বৃদ্ধ সেকেন্দার আলী মারা গেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের আফাজের দুই মেয়ে এবং স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

/এসএস/এফএস/ 

আরও পড়ুন- 


কানে না ‘শোনা’ এখন অতীত

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
ধানমন্ডিতে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল