X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুলিশ বলছে আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ২০:০০আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২০:০১

মাহফুজুর রহমান মাসুদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় রিমান্ডে থাকা এক আসামির মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। পুলিশের দাবি, সে আত্মহত্যা করেছে আর নিহতের স্বজনদের দাবি, পরিকল্পিত এ হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতেই পুলিশ আত্মহত্যার নাটক সাজিয়েছে। এদিকে, পুলিশি হেফাজতে এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠনগুলোও। 

জানা গেছে, গত ১৯ জুলাই, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জননী ক্লিনিকে ভুল চিকিৎসায় নাহিদা খাতুন নামে এক কিশোরী মারা যায়। পরে বিষয়টি জানাজানি হলে অপারেশনকারী ডা. মাহফুজুর রহমান মাসুদ ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হয়। পরে ওই কিশোরীর পরিবার নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মাহফুজুর রহমানকে গ্রেফতার করে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৫ জুলাই) আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করলে মাহফুজুরকে নাচোল থানায় নেওয়া হয়। বুধবার দুপুরে থানা হাজতের টয়লেটে নিজের প্যান্ট ছিড়ে দরজার ফাঁকা বিমে ঝুলে মাহফুজুর  আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিত এ হত্যাকাণ্ডটিকে ধামাচাপা দিতেই পুলিশ আত্মহত্যার নাটক সাজিয়েছে।

নিহত মাহফুজুরের মেজ ভাই জুলহাস জানান, মোটা অংকের ঘুষ দাবি করেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল বারিক। পরে তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় পক্ষের মাধ্যমে ২০ হাজার টাকা দেওয়া হয়। তাতেও শেষ রক্ষা হয়নি মাহফুজুরের।

নিহতের বড় ভাই শাহীনুর রহমান বলেন, ‘পুলিশ নির্যাতন করেই আমার ভাইকে মেরেছে। তারা বিষয়টি ধামাচাপা দিতেই এ আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এর সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। তার মৃত্যুর দিন সকাল ১০টার দিকে আমার মেজ ভাই জুলহাস তার সঙ্গে দেখা করে কথা বলে। তখনও সে স্বাভাবিক ছিল। তাকে তার জামিনের বিষয়েও জানানো হয়।’

মাহফুজুরের দুলাইভাই আমিনুর রহমান বলেন, ‘পুলিশ আমাদের আত্মহত্যার খবর জানালেও; আমাদের সামনে লাশ নামায়নি। তারা লাশ নামিয়ে আমাদের খবর দেয়। পুলিশ আমাদের যে বর্ণনা দিয়েছে তাতেও নানা অসঙ্গতি রয়েছে। তার পরনে যে জিন্সের প্যান্ট ছিল তাতে ফাঁসি দেওয়া সম্ভব না। এছাড়া টয়লেটের দরজার ওপর দিকে যে ফলস ছাদ ছিল সেখান দিয়ে মানুষ প্রবেশ করতে পারবে অনায়াসে। তাছাড়া গলায় যে কাপড় পেঁচানো ছিল পরনের কাপড়ের সঙ্গে তার কোনও মিল নাই। গলার কাপড় সম্পূর্ণ আলাদা। আমরা নির্দ্বিধায় বলতে পারি এটি পুলিশের পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা পরিবারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’ 

এদিকে এ ঘটনায় একটি মামলা বিচারাধীন থাকায় ও আদালতের জুডিশিয়ারি তদন্ত শুরু হওয়ায় এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। তবে জেলা পুলিশ সুপার জানান, এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবু আলম খান জানান, আমরা পুলিশ সুপারের চিঠি পেয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছি।

তবে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের দাবি, সে আত্মহত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আয়শা জুলেখা জানান, আদালতের নির্দেশে ও সিভিল সার্জনের মাধ্যমে প্রাপ্ত আদেশের মূলে ৫ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কোনও কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, ময়না তদন্তের ভিসেরা রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, পুলিশি হেফাজতে এ রহস্যজনক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠনগুলোও।  বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহদেী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘পুলিশি হেফাজতে একজন আসামির মৃত্যু কখনই কারও কাম্য নয়। সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন করা হোক।’ 

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:

রিমান্ডে থাকা ভুয়া চিকিৎসকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু