X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে ১৮টি দাবি জানাবে ‘রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটি’

রাজশাহী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২১

প্রধানমন্ত্রীর কাছে ১৮টি দাবি জানাবে ‘রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) একদিনের সফরে রাজশাহী আসছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে দুপুরে ২টায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে প্রধানমন্ত্রীর কাছে রাজশাহীর উন্নয়নের জন্য ১৮ দফা দাবি তুলে ধরবে ‘রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটি’।

এ ব্যাপারে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন,  ‘মঙ্গলবার সকালে রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায় প্রধানমন্ত্রীকে ১৮টি দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ, আবেদনকারীদের বাসাবাড়িতে গ্যাসের সংযোগ স্থাপন, গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্প পূনর্বিবেচনায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নসহ সিএনজি স্টেশন স্থাপন অন্যতম।’

তিনি আরও বলেন, এছাড়াও অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে রাজশাহী-ঢাকা বিরতিহীন ও রাজশাহী থেকে চট্টগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালু, আব্দুল্লাপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মানোন্নয়ন, ভূখণ্ড রক্ষায় স্থায়ী নদী তীর প্রতিরক্ষা, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয়, ক্রিকেটের আন্তর্জাতিক টেস্ট ভেন্যু স্থাপন ও পদ্মা নদীর চরে সরকারিভাবে অর্থনৈতিক জোন স্থাপন। এছাড়া আম ও টমেটোসহ অন্য ফল সংরক্ষণে কোল্ড স্টোরেজ স্থাপন, নারী শিল্পোদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তা, চাঁপাইনবাগঞ্জের সঙ্গে রাজশাহীর নিবিড় যোগাযোগ স্থাপনের জন্য একটি সাটল ট্রেনসহ পদ্মায় ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথে পণ্য সরবরাহ ব্যবস্থার দাবি জানানো হবে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, এসব দাবি নিয়ে রাজশাহীর মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন। বছরের পর বছর ধরে নানা আশ্বাস দেওয়া হলেও দাবিগুলো পূরণ হচ্ছে না। এ কারণে রাজশাহীবাসী অনেকটা হতাশ। এখন প্রধানমন্ত্রীর আগমনে এখানকার উন্নয়ন বার্তা শুনতে রাজশাহীবাসী অধির আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি ৪০ দেশের কূটনীতিকদের আহ্বান


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট