X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটের কর বাহাদুর আব্দুল হাকিম

জয়পুরহাট প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১১:৩৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:০২

আব্দুল হাকিম মণ্ডল জয়পুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মণ্ডল এবং তার পরিবারকে এ বছর কর বাহাদুর পরিবার হিসেবে নির্বাচিত করেছে রাজস্ব অফিস। জেলা কর সার্কেল অফিস সূত্রে জানা গেছে, এ বছর হাকিম মণ্ডল নিজে ১৭ লাখ ৭৩ হাজার ৫৩১ টাকা, স্ত্রী আফরোজা বেগম ৬৭ হাজার, ছেলে নাফিজ হাকিম মণ্ডল এক লাখ এবং তার স্ত্রী নিশাত তাছনিম চার হাজার টাকা কর দিয়েছেন।

আরও জানা গেছে, জেলায় মোট করদাতা ১১ হাজার ৭৯৯ জন। চলতি ২০১৭-১৮ অর্থবছরে এবার কর আদায়ের লক্ষ্যমাত্রা ২৫ কোটি ৫৮ লাখ টাকা। চলতি অর্থ বছরের গত চার মাসে জেলায় মোট কর আদায় হয়েছে চার কোটি টাকা। এ বছর নতুন করদাতা সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার। যার মধ্যে গত চার মাসে তিনশ জন নতুন করদাতা কর দিয়েছেন। জেলার শতভাগ ব্যবসায়ী এবং শতভাগ চাকরিজীবীকে করের আওতায় আনা হয়েছে। এছাড়া প্রত্যেককে কর দিতে উদ্বুদ্ধ করতে জেলা ও উপজেলা পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিদিন নতুন ও পুরাতন করদাতাগণ স্বেচ্ছায় কর দিচ্ছেন।

জেলার কর অঞ্চলের উপ-করকমিশনার আলমগীর হোসেন বলেন, ‘আব্দুল হাকিম মণ্ডলের পরিবারের চারজন সদস্য এবার মোট কর দিয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ৫৩১ টাকা। এজন্য তার পরিবারকে জেলার একমাত্র কর বাহাদুর পরিবার নির্বাচিত করা হয়েছে।’

হাকিম মণ্ডলের স্ত্রী আফরোজা বেগম, ছেলে নাফিজ হাকিম মণ্ডল এবং পুত্রবধূ নিশাত তাছনিম তিনি আরও বলেন, ‘এবছর জেলায় ২৫ কোটি ৯৮ লাখ টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে গত চার মাসে প্রায় চার কোটি টাকা আদায় হয়েছে। জেলার মোট কর দাতাদের মধ্যে সত্তর ভাগ ব্যবসায়ী ও ত্রিশ ভাগ চাকরিজীবী ও অন্যান্য পেশাজীবী রয়েছন। বর্তমানে জেলার সব ব্যবসায়ী ও চাকরিজীবীদের করের আওতায় আনা হয়েছে। জেলার আয় সমৃদ্ধ মানুষদের কর দিতে উদ্বুদ্ধ করতে জেলা ও উপজেলায় আয়কর মেলা, আয়কর ক্যাম্প, রিটার্ন রিসিভিং ক্যাম্পসহ সচেতনতা ও সহযোগীতা করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে কর প্রদানে মানুষের মধ্যে সচেতনতা ও বিভ্রান্তি দূর হয়েছে। এ অবস্থায় চলতি অর্থ বছরে কর আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’
কর বাহাদুর পরিবারের পরিচিতি

আব্দুল হাকিম মণ্ডল জয়পুরহাটের একজন স্বনাম ধন্য ব্যবসায়ী। তার বাবার নাম মরহুম নজীব মণ্ডল।  জয়পুরহাটের পাঁচবিবি পৌর সদরের গোপালপুর মহল্লায় তাদের বাড়ি। তার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে- হেনা এন্টারপ্রাইজ, নজীব মণ্ডল রাইস মিল, মণ্ডল আটো রাইস কমপ্লেক্স, মণ্ডল ব্রিকস ম্যানুফাকচার, মণ্ডল ফিসারিজ, মেসার্স রেনু কনস্ট্রাকশন, মেসার্স মাইক্রোগ্রেন এন্টারপ্রাইজ। তার একমাত্র ছেলে মো. নাফিজ হাকিম মণ্ডল ২০০৪ সাল থেকে ব্যবসা করছেন। আব্দুল হাকিম মণ্ডল জেলার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জেলা সার ব্যবসায়ী মালিক সমিতিরও সভাপতি ছিলেন।

 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে