X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠার দেড়শ বছর পর পিএন স্কুলে প্রথম পুনর্মিলনী

রাজশাহী প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:২৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৩০

 

পিএন স্কুলে প্রথম পুনর্মিলনী প্রতিষ্ঠিত হওয়ার ১৫০ বছর পর প্রথম বারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে। সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণোচ্ছল পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়।

নাটোরের দিঘাপতিয়ার রাজা প্রমথ নাথ রায় ১৮৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দীর্ঘ ১৫০ বছর ধরে বিদ্যালয়টি এগিয়ে চলেছে সগৌরবে। এই বিদ্যালয়ে লেখাপড়া করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন অনেকেই।

পুনর্মিলনী আয়োজনের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের ১৯৮৮  ব্যাচের ছাত্রীরা। তাদেরই একজন ডা. সিলভী সুলতানা বলেন, ‘অন্য স্কুলে পুনর্মিলনী হলেও আমাদের স্কুলে হয় না। প্রথমে আমরা শুধু আমাদের ব্যাচের পুনর্মিলনীর কথা ভেবেছিলাম। পরে সবাই মিলে সব ব্যাচকে নিয়ে পুনর্মিলনীর আয়োজন করা হয়।’

অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, ‘অনেকের অক্লান্ত পরিশ্রমের ফলে  আমাদের আয়োজন সফল  হয়েছে।’

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সুফিয়া রহমান বলেন, ‘ঢাকায় আমার কার্ডিয়াক সম্মেলন ছিল। সেটা ফেলে আমি ছুটে এসেছি সবাই এক সঙ্গে হবো বলে। বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখছি আর পুরনো দিনের কথা মনে পড়ছে।’

সরকারি পিএন বালিকা বিদ্যালয়ে এক সময় ছেলেরাও পড়তেন। তাদেরই একজন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। মঞ্চে উঠে তিনি বলেন, ‘এখানে আমি ক্লাস টু তে পড়তাম। এখান থেকেই আমি আমার শৈশবের শিক্ষা পেয়েছি। এই বিদ্যালয়কে ভুলে থাকা যায় না। আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম বলে গর্ববোধ করি।’

 অনুষ্ঠানের এক পর্যায়ে কথা বলার জন্য মঞ্চে আসেন ১৯৫৬ ব্যাচের শিক্ষার্থী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, ‘আজ আমাদের একটাই পরিচয়। আমরা পিএন স্কুলের সাবেক শিক্ষার্থী। এই পরিচয়ে আমরা সবাই আজ গর্বিত। আমরা সবাই একসঙ্গে হতে পেরে আনন্দিত।’

এরপর তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করার জন্য উপস্থিত সবাইকে সবাইকে শপথ পাঠ করান। সমবেত কণ্ঠে সবাই বলেন, ‘আমরা পিএন স্কুলের শিক্ষার্থীরা প্রত্যেকে শপথ নিচ্ছি যে এদেশের প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য যে যেখানে আছি সেখান থেকে কাজ করবো। নারীর মর্যাদা রক্ষার জন্য যতটুকু পারি কাজ করবো। বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাবো।’

দিনব্যাপী প্রথম পুনর্মিলনীর শুরুতে শুক্রবার সকালে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর হয়ে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। সকালের নাস্তা শেষে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে আলোচনা ও স্মৃতিচারণা। নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যায় ছিল মনোমুগ্ধকর আতশবাজি ও ফানুস ওড়ানো। রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী কালাই রুটি ও পিঠাও ছিল অংশগ্রহণকারীদের জন্য।

 

 

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ