X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রী ও নানিকে ছুরিকাঘাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৮

বগুড়া বগুড়ার শাজাহানপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া কলেজছাত্রী ও তার নানিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে লিখন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চক-কানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্রী আরেফিন চৈতি (১৭) ও তার নানি আফরোজা বেগম (৫২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ছাত্রীর নানা আলতাফ হোসেন সোমবার (১৯ ফেব্রুয়ারি) শাজাহানপুর থানায় লিখনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘তুচ্ছ কোনও বিষয় নিয়ে বাকবিতণ্ডার জের ধরে লিখন ওই কলেজছাত্রী ও তার নানিকে ছুরিকাঘাত করেছে।’

পুলিশ ও এলাকাবাসী জানান, শাজাহানপুর উপজেলার চক-কানপাড়ার তাইজুল ইসলামের মেয়ে চৈতি বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাকে একই এলাকার রফিকুল ইসলামের ছেলে লিখন দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিচ্ছিল। সাড়া না পেয়ে লিখন তাকে উত্ত্যক্ত করে আসছিল। রবিবার বেলা ১টায় কলেজ ছুটির পর চৈতি বাড়ি ফিরছিল। এ সময় লিখন তাকে উত্ত্যক্ত করতে থাকে। বাধ্য হয়ে চৈতি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লিখন প্রাচীর টপকে বাড়িতে ঢুকে চৈতির কাঁধের নিচে ছুরিকাঘাত করে। এ সময় নানি আফরোজা এগিয়ে এলে লিখন তার মাথা ও কাঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, লিখন ও চৈতির মধ্যে প্রেমঘটিত কোনও বিষয় নিয়ে মতবিরোধ হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিখন বাড়িতে ঢুকে চৈতি ও তার নানিকে ছুরিকাঘাত করে। এ ব্যাপারে চৈতির নানা থানায় লিখনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার বিকাল পর্যন্ত লিখনকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা