X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউএনও’র বাংলোয় জোড়া শালিকের সংসার

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
০৫ মে ২০১৯, ১৯:১৬আপডেট : ০৫ মে ২০১৯, ১৯:২৬

বারান্দায় শালিক পাখি ঘূর্ণিঝড় ফণী নিয়ে দেশের অন্য এলাকার মতো রাজশাহীতেও ছিল মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। পশু-পাখিও এর বাইরে ছিল না। অবশ্য ফণীর তাণ্ডবের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন থেকে আগাম সতর্কতাও জারি করা হয়েছিল। ছিল ব্যাপক প্রস্তুতিও। তাই তো নিরাপদ আশ্রয়স্থল ভেবে রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাস ভবনে আগে থেকেই ঠাঁই নিয়েছিল এক জোড়া শালিক পাখি। তবে, ফণী তার ফণা তুলে রাজশাহীতে আসেনি। ফণীর প্রভাবে রাজশাহীতে থেমে থেমে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বয়েছিল। ফণীর প্রভাব থেকে বাঁচতে নতুন অতিথিদের আগমনে আগের আশ্রয়স্থল থেকে সরে এসে আরও নিরাপদ আবাসস্থলে সংসার শুরু করলো শালিক দম্পতি।

ডিম পেড়েছে শালিক পাখি শনিবার (৪ মে) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওলিউজ্জামান ওলি কয়েকটি ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকের (৪ মে) বিকেলটা বেশ শান্ত। ঝড়ের পর ঠিক যেমন শান্ত হয়। দুটো পাখি এদিক-সেদিক ঘোরাফেরা করছে। বারান্দায় আসছে, আবার চলে যাচ্ছে। পাখি দুটোর জন্য আমরা কিছুদিন আগে ওয়াশরুমের পাশেই বারান্দার একটি অংশ বরাদ্দ দিয়েছিলাম। তারা ঠিকঠাক মতই কাজে লাগিয়েছে জায়গাটি। আজ হঠাৎ দেখলাম তাদের ঘরবাড়ি বেশ পাকাপোক্ত করে ফেলেছে এবং এরই মাঝে তাদের পরিবারের নতুন সদস্য আনার জন্য পাকাপোক্ত ব্যবস্থা করে ফেলেছে। দুটো ডিম পেড়েছে খেয়াল করলাম আজ। মজার বিষয় তাদের ঘরে দুটো ডিমের সঙ্গে একটি আমও রাখা আছে। আমের জন্য বিখ্যাত রাজশাহীর পাখি বলে কথা, তার ঘরে আমতো থাকবেই। পাখিদের সুন্দর বাসা আর ডিম দুটো দেখে মনটাই ভালো হয়ে গেলো। বারান্দায় অনেকক্ষণ বসে থাকলাম পাখিটিকে ক্যামেরাবন্দি করার জন্য। খুব বেশি সুবিধা হলো না বরং চলে যাওয়াটাই সমীচীন মনে করলাম। আমার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে পাখিদের। তারাও আতঙ্কিত তাদের ডিম নিয়ে। তাই পাখিদের তাদের মতো ছেড়ে দিলাম পুরো বিকেলটা, তাদের ঘর আর আমাদের বারান্দা। খুব ভালো কাটুক পাখিদের জীবন, তাদের নতুন অতিথিদের নিয়ে।’

ঘরের পাশে শালিক পাখি পাখিপ্রেমিক প্রশাসনের এই কর্মকর্তার স্ট্যাটাসের পর বিভিন্ন ব্যক্তি মন্তব্য করেছেন। এদের একজন হলেন জামাল উদ্দিন। তিনি মন্তব্য করেন, শালিক দম্পতি ঠিকই বুঝেছে- সিডর, আয়লা, ফণীর মৌসুমে নিরাপদ নীড় গড়তে আপনার মতো এমন নিরাপদ এবং রাজকীয় বাসা পুঠিয়াতে আর কোথাও পাওয়া সম্ভব না! আর আমকে এ অঞ্চলের ঐতিহ্য হিসেবেই সঙ্গে রেখে দিয়েছে, যাতে ছানাগুলো দুনিয়া দেখার সঙ্গে সঙ্গে ঐতিহ্যকেও চিনে রাখে! প্রচলিত একটি প্রবাদ হচ্ছে- ‘সুখ এবং সৌভাগ্য’ এ দুটোর বার্তা নিয়েই নাকি পাখিরা কারো বাসায় তাদের নীড় গড়ে! বাস্তবে প্রতিভাত হোক প্রচলিত প্রবাদ।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রাঘা‌তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রাঘা‌তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ