X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

রাজশাহী প্রতিনিধি
২১ মে ২০১৯, ২১:৩৪আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি– প্রতিনিধি)

রাজশাহীতে এইড প্লাস ডায়াগনস্টিক অ্যান্ড অ্যাজমা সেন্টার লিমিটেড ও সাদ ডায়াগনস্টিক সেন্টার নামের দু’টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না থাকায় এ প্রতিষ্ঠান দুইটিকে মঙ্গলবার (২১ মে) দুপুরে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এসময় ডায়াগনস্টিক সেন্টার দু’টিকে ৬৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ প্রথমে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে এইড প্লাস ডায়াগনস্টিক অ্যান্ড অ্যাজমা সেন্টারে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন ও নাজিয়া হোসেন এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আলম ইফতে খায়ের ও বেলায়েত। সেখানে তারা নানা অনিয়ম ও দুর্নীতি দেখতে পান। ডায়াগনস্টিক সেন্টারটি সিভিল সার্জনের কার্যালয় থেকে কোনও লাইসেন্স নেয়নি। এ ছাড়া, সেখানে ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের কোনও নিয়মই মানা হয়নি। নেই পর্যাপ্ত ও প্রশিক্ষিত জনবল। ফ্রিজে খাবারের সঙ্গে রাখা হয়েছে রি-এজেন্ট; তবে বেশিরভাগ রিএজেন্টের মোড়কেই  লেখা নেই মেয়াদ। অভিযানের সময় সেখানে পাওয়া যায়নি কোনও চিকিৎসককেও, ছিলেন না ম্যানেজারও। পরে ডায়াগনস্টিক সেন্টারটির লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সূত্র আরও জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত সাদ ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন বলেন, লাইসেন্স না নিয়েই দু’টি ডায়াগনস্টিক সেন্টার তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বেআইনি কাজ করায় তাদের জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে