X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

তালাবদ্ধ কার্যালয়ের সামনে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন বগুড়া বিএনপির

বগুড়া প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১৮:০৫আপডেট : ৩০ মে ২০১৯, ১৮:১৭

তালাবদ্ধ কার্যালয়ের সামনে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন বগুড়া বিএনপির (ছবি– প্রতিনিধি)

বগুড়া শহরের নবাববাড়ি সড়কে তালাবদ্ধ কার্যালয়ের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ মে) জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নবাববাড়ি সড়কে বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন জেলা বিএনপির আহ্বায়ক, সদর আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নেতাকর্মীরা। বিদ্রোহী গ্রুপ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় এর বাইরে জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন তারা। এ ছাড়া, দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের দত্তবাড়ি এলাকায় অ্যাজমা কেয়ার সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ছাড়া, আলোচনা সভা, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে ইফতার পর্যন্ত শহরের শহীদ টিটু মিলনায়তনে তাদের কর্মসূচি চলে।

গত ১৫ মে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে আহ্বায়ক ও অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলালকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যের বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এর আগে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

এরও আগে মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আহ্বায়ক কমিটি ঘোষণা হলে সাবেক সভাপতি সাইফুল গ্রুপ (বিদ্রোহী গ্রুপ) তা মেনে নেয়নি। এ কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা, বিক্ষোভ, সাবেক এমপি সিরাজের কুশপুত্তলিকা দাহ ও অন্যান্য কর্মসূচি পালন করে এ গ্রুপ। এর দায়ে বিএনপির অঙ্গ সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার ও দলীয় পদ স্থগিত এবং জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরও বিদ্রোহীরা প্রায় প্রতিদিন দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করে আসছেন।

 

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
তুরস্কে বিরোধীদলীয় আরও ৩ মেয়র গ্রেফতার
তুরস্কে বিরোধীদলীয় আরও ৩ মেয়র গ্রেফতার
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ