X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা, স্ত্রীর দাবি নির্বাচন নিয়ে বিরোধ

বগুড়া প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১১:৪২আপডেট : ১৫ জুন ২০১৯, ১১:৫৬

পিটিয়ে হত্যা বগুড়ার সারিয়াকান্দিতে গরু চুরির অভিযোগে বদরুল ইসলাম (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ জুন) গভীর রাতে উপজেলার নারচি ইউনিয়নের শেখাহাতি গ্রামে এ ঘটনা ঘটে। তবে বদরুলের স্ত্রী মাবিয়া খাতুনের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জেরে মেম্বার জাকির হোসেন তেনজু তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীরা জানান,বদরুল কৃষিকাজ করলেও মাঝে মধ্যে চুরি করতেন। বুধবার মধ্য রাতে গণকপাড়া গ্রামের হাবিল মিয়ার একটি গরু চুরি হয়। ঘটনাটি মাইকে প্রচার করা হয়। পরে গ্রামবাসীরা প্রায় ৩ কিলোমিটার দূরে গাবতলী উপজেলা সীমানা সংলগ্ন টাইগাড়ি বিলের কাছে গরুসহ বদরুলকে আটক করেন। এরপর তাকে তেনজু মেম্বারের বাড়ির কাছে এনে একটি গাছে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে ম্বোর ঘটনাস্থলে আসেন। তবে তিনি বদরুলকে উদ্ধার বা হাসপাতালে নেওয়ার চেষ্টা করেননি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বদরুল মারা যান। এরপর সারিয়াকান্দি থানার ওসিকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বদরুলের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

মাবিয়া বলেন, ‘আমার স্বামী গরু চোর নয়, তিনি কৃষিকাজ করতেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারচি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নিয়ে তেনজু মেম্বারের সঙ্গে আমার স্বামীর বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার রাত ১২টার দিকে মেম্বারের নেতৃত্বে ৬-৭ জন আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে।’ তিনি খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বদরুলের স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে তেনজু বলেন, বদরুলের সঙ্গে তার কোনও বিরোধ ছিল না। গরু চুরি করায় জনগণ তাকে ধরে পিটিয়ে হত্যা করেছে। তবে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও বদরুলকে উদ্ধার বা হাসপাতালে নিতে পারেননি। দুই ঘণ্টা দেরিতে ওসিকে খবর দেওয়ার কথাও তিনি স্বীকার করেন।

সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন জানান, গ্রামবাসীরা দাবি, চুরি করা গরুসহ ধরা পড়লে বিক্ষুব্ধ জনগণ বদরুলকে পিটিয়ে হত্যা করেছে। আবার তার স্ত্রী দাবি করছেন,নির্বাচন নিয়ে বিরোধে তেনজু ও তার লোকজন বদরুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। দু’পক্ষের অভিযোগ তদন্ত করা হচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত মামলা হয়নি এবং এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতারও করা হয়নি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
সম্পাদক পরিষদ ও নোয়াবের বিবৃতিবাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েশন আয়োজন
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েশন আয়োজন
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস