X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যৌন নির্যাতনের ঘটনা চেপে যেতে ছাত্রীকে শাসালেন শিক্ষকের স্ত্রী!

পাবনা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ০৬:৩৪আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৮:১১

 

পাবনা

পাবনার ঈশ্বরদীর ভাষা শহীদ বিদ্যা নিকেতনের শিক্ষক মো. সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে বিদ্যালয়টির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে ঘটনা ধামাচাপা দিতে ওই স্কুলশিক্ষকের স্ত্রী নির্যাতনের শিকার ছাত্রীকে শাসিয়েছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন তিনি। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে ওই ছাত্রী অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার ছলিমপুর ইউনিয়নের জয়নগর ওয়াপদা গেট সংলগ্ন শিক্ষক সিরাজের বাড়িতে সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যায় নির্যাতনের শিকার নবম শ্রেণির ওই ছাত্রী। সে সময় শিক্ষক সিরাজুল তাকে যৌন নির্যাতন করেন। যৌন নির্যাতনকালে ছাত্রীর চিৎকারে শিক্ষকের স্ত্রী ছুটে আসেন এবং উল্টো ছাত্রীকে শাসিয়ে বলেন, ‘এ কথা যেন অন্য কেউ না জানে’। বাড়ি ফিরে ওই শিক্ষার্থী ঘটনা তার মাকে জানায়। পরে ঘটনা জানাজানি হলে সিরাজুল ইসলাম সিরাজ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান। এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ছাত্রীর পরিবারকে নানাভাবে হুমকিও দেওয়া হয়। এমনকি মামলা না করার জন্যও শাসানো হয়। ভয়ে শিক্ষার্থীর বাবা মামলা করতে পারেননি।
এরপর শনিবার (১৩ জুলাই) বিষয়টি স্কুলে ছড়িয়ে পড়লে বিচারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, ‘ওই শিক্ষকের আচরণ ভালো ছিল না। আগেও তার বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগ উঠেছিল। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাকে বিচারের মুখোমুখি করা যায়নি।’

এদিকে কয়েকবার চেষ্টা করেও অভিযোগের বিষয়ে শিক্ষক সিরাজুলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। তদন্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের সত্যতা পাওয়ায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি।’

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি