X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বাঙালি নদীতে অবাধে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে গুচ্ছগ্রাম

বগুড়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ১০:১১আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১০:১৩

বাঙালি নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন

বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি পশ্চিমপাড়া গ্রামে বাঙালি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছেন প্রভাবশালীরা। এতে নদী তীরবর্তী বিপুল পরিমাণ ফসলি জমি ও নবনির্মিত গুচ্ছগ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়েছে।  এলাকাবাসী অবিলম্বে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বাঙালি নদী। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে নদীর তীরে ওই ইউনিয়নের ১০১টি ভূমিহীন পরিবারের জন্য টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে আদর্শ গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রামটি এখনও উদ্বোধন হয়নি। এদিকে একই ইউনিয়নের খোকশাহাটা গ্রামের গোলাম রব্বানীর ছেলে আব্দুর রশিদ গুচ্ছগ্রাম সংলগ্ন বাঙালি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে গভীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন এবং বিক্রি করছেন। এতে তিনি লাভবান হলেও বালু উত্তোলনের কারণে নদীর তীর ও ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া, অব্যাহত বালু উত্তোলনে সরকারি গুচ্ছগ্রামটিও ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

রাঙ্গামাটি গ্রামের কৃষক আবু সাইদ, আফসার আলী, মন্টু মিয়া প্রমুখ জানান, বাঙালি নদী থেকে বালু উত্তোলন করায় তীরবর্তী ফসলি জমিতে ভাঙন দেখা দিয়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আশপাশের শতাধিক বিঘা ফসলি জমি ও সরকারি গুচ্ছগ্রামটি নদীতে বিলীন হয়ে যাবার আশঙ্কা করছেন গ্রামবাসী। অবিলম্বে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা।

বালু ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘তিনি নদী থেকে বালু উত্তোলন করতে এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যানের অনুমতি নিয়েছেন। তিনি দাবি করেন, গুচ্ছগ্রামের পাশে থেকে বালু তোলা হচ্ছে না।  তাই ওই গ্রামের কোনও ক্ষতি হবার সম্ভাবনা নেই।’ এ প্রসঙ্গে চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, তার কাছে আবদুর রশিদ এসেছিলেন। কিন্তু তাকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনও অনুমতি দেওয়া হয়নি।’ বরং তাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ‘নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হলে ফসলি জমি ও সরকারি গুচ্ছগ্রাম ভাঙনের কবলে পড়বে। তাই দ্রুত অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোবায়েল গ্রেফতার
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোবায়েল গ্রেফতার
আজ মা দিবস
আজ মা দিবস
তারুণ্যের সমাবেশ থেকে ফিরে হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু
তারুণ্যের সমাবেশ থেকে ফিরে হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত-পাকিস্তান
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত-পাকিস্তান
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ