X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

থানার সামনে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’, পুলিশের তথ্যে গরমিল!

রাজশাহী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ০৩:২৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৩:৩৯

 

রাজশাহী রাজশাহী নগরীর শাহ মখদুম থানা থেকে বের হয়ে কলেজছাত্রী লিজা রহমান শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ‘আত্মহননের’ বিষয়ে পুলিশের দেওয়া তথ্য-উপাত্তে ‘গরমিল’ রয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটি এই অভিযোগ তুলেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল মাহমুদ ফাইজুল কবির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগের কথা তুলে ধরেন।

ফাইজুল কবির বলেন, ‘তদন্ত কমিটির কাছে পুলিশের সদস্যরা বলেছেন, লিজা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে শ্বশুর বাড়ির তথ্য নিতে থানা থেকে বের হয়ে শরীরে আগুন দেন। অথচ থানায় পুলিশের করা জিডিতে লিজার শ্বশুর বাড়ির সব কথা রয়েছে। তার মানে এখানে অন্য ঘটনা রয়েছে। পুলিশের দেওয়া তথ্যে এমন আরও ‘গরমিল’ পাওয়া গেছে, যা এখনই বলা যাবে না। আগামী রবিবার (২৭ অক্টোবর) চার সদস্যের এই তদন্ত কমিটি মানবাধিকার কমিশনে তাদের রিপোর্ট পেশ করবে।’

তথ্যে ‘গরমিল’ দেওয়ার বিষয়ে জিজ্ঞাস করা হলে রাজশাহী মহানগর মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ‘গণ্যমাধ্যমের মাধ্যমেই বিষয়টি আমরা শুনেছি। এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। পেলে আমরা সে বিষয় সম্পর্কে আমাদের বক্তব্য জানাবো।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর নিহত লিজা রহমানের (১৮) স্বামী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার লক্ষ্মী নারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের একটি কমিটিও আলাদাভাবে তদন্ত করে। ওই কমিটির পক্ষ থেকে বলা হয়, লিজার আত্মহননের ঘটনায় পুলিশের কোনও গাফিলতি ছিল না। যদিও গত ১ অক্টোবর প্রথম দফায় মানবাধিকার কমিশনের চার সদস্যের কমিটি নগরীর শাহ মখদুম থানা, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওই কলেজছাত্রীর স্বামী, স্বজন ও বন্ধুদের সাক্ষ্যগ্রহণ করেন। গত ২৪ অক্টোবর দ্বিতীয় দফায় তদন্ত কমিটি আরও কয়েকজনের সঙ্গে কথা বলেন। সব তথ্য-উপাত্ত নিয়ে তারা রিপোর্ট তৈরি করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর দুপুরে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় অভিযোগ দিতে গেলে লিজাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে যাওয়ার পরামর্শ দেন ওসি মাসুদ পারভেজ। পরে সেখান থেকে বেরিয়ে থানার ১০০ গজ দূরে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ গেটের সামনে লিজা ‘নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন’ বলে দাবি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর সকালে তিনি মারা যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার ম্যাচের জয়খরা নিয়ে লিগ শেষ চ্যাম্পিয়ন লিভারপুলের, রানার্সআপ আর্সেনাল
চার ম্যাচের জয়খরা নিয়ে লিগ শেষ চ্যাম্পিয়ন লিভারপুলের, রানার্সআপ আর্সেনাল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ সন্তানের বাবাও আইসিইউতে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ সন্তানের বাবাও আইসিইউতে
প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে: জমিয়ত মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে: জমিয়ত মহাসচিব
নওয়াজের ব্যাটিং ঝড়ে লাহোরকে ২০২ রানের লক্ষ্য দিলো কোয়েটা
নওয়াজের ব্যাটিং ঝড়ে লাহোরকে ২০২ রানের লক্ষ্য দিলো কোয়েটা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি