X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ

রাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের এক অধ্যাপকের বিরুদ্ধে অনুষদের ১৩ শিক্ষার্থীকে যৌন হয়রানি ও উত্ত্যক্তের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলে লিখিতভাবে এই অভিযোগ জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু।

অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘দুপুরে চারুকলার ১৩ শিক্ষার্থী গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।’

তাদের অভিযোগ, কারণে-অকারণে তিনি কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে— নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন। এছাড়াও বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্ত করেন। এতে তারা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হন। পড়াশোনা ও অন্য কোনো কাজেই মনোযোগ দিতে পারছেন না।

অভিযোগ প্রসঙ্গে ওই অধ্যাপক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই বিভাগে শিক্ষকতা করছি। এখন যারা শিক্ষার্থী আছেন, তারা সবাই আমার নাতনি বয়সের। দেখা যাচ্ছে আমি হাসি-খুশিভাবে কথা বলেছি, কিন্তু ওরা অন্যভাবে নিয়েছে। সামনে ডিন ও সিন্ডিকেট নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে আমি সিনিয়র অধ্যাপক হিসেবে প্রার্থী হওয়ার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় অনেকগুলো ম্যুরালের কাজ করেছি। এতে বিভাগের অনেক শিক্ষক ক্ষুব্ধ হয়ে নাতি বয়সের ছাত্রীদের মাধ্যমে অভিযোগ দিয়েছে। যেন আমাকে প্রার্থী না করা হয়।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট