X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারে চেষ্টার আশ্বাস, আন্দোলন স্থগিত

রাবি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ১৮:১৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৯:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে শিক্ষামন্ত্রণালয়ের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা যৌথভাবে কাজ করবে এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে উপাচার্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের বৈঠক শেষে চাকরি প্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

এর আগে সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মহানগর আওয়ামী লীগের নেতারা বৈঠকে বসেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সাংবাদিকদের জানান, চাকরির জন্য আন্দোলনকারীরা একসময়ের ছাত্রলীগের নিবেদিত প্রাণ। তারা বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবির, বিএনপির দ্বারা নির্যাতিত হয়েছেন। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে, তাদের হাত-পায়ের রগ কেটে দিয়েছে।

তিনি আরও জানান, চাকরি প্রত্যাশীরা এ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে। একটা চাকরির প্রত্যাশা থেকে তারা আন্দোলন করছে।

তিনি বলেন, একটি নিয়োগ নিয়ে সাবেক ছাত্র নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। যে চিঠির করণে নিয়োগ বন্ধ আছে, সেটি প্রত্যাহারের বিষয়ে আমরা একমত হয়েছি। ভিসি এবং আমরা যৌথভাবে নিয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করবো। যদি এটি প্রত্যাহার হয়ে যায় তাহলে আবারও চাকরির দুয়ার খুলে যাবে।

আন্দোলনকারী সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন ডাবলু সরকারের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, তারা আমাদের অভিভাবক। তাদের নিদের্শনা অনুযায়ী আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। তাদের সিদ্ধান্ত মোতাবেক ও আশ্বাসে আমরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিচ্ছি।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার রাতে উপাচার্যের বাসভবন ও প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে চাকরি প্রত্যাশী সাবেক ও বর্তমান ছাত্রলীগের ৩০-৩৫ জন নেতাকর্মী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সব কার্যক্রম বন্ধ ছিল। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, দুই পক্ষ মিলে নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন:
রাবির প্রশাসন ভবনের সামনে চাকরি প্রত্যাশী ছাত্রলীগ কর্মীদের অবস্থান

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
‘বৃষ্টি তুই বড় অপরাধীরে...’
‘বৃষ্টি তুই বড় অপরাধীরে...’
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?