X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এসএসসি পাস করেই উচ্চ ডিগ্রিধারী ডাক্তার!

নাটোর প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ০০:০৩আপডেট : ০৯ মার্চ ২০২১, ০০:০৩

পড়ালেখা করেছেন এসএসসি পর্যন্ত। ওষুধের ফার্মেসির ব্যবসা করছিলেন। তবে লোভ বেড়ে যাওয়ায় এতেই থামেননি, পরিচালনা করছিলেন ডায়াগনস্টিক সেন্টার। সেখানে নিজের নামের পাশে এটা সেটা ডিগ্রি লাগিয়ে ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন, লিখতেন প্রেসক্রিপশন। যদিও তার প্রেসক্রিপশনে আবার লেখা থাকতো কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। বাস্তবে তিনি সেটিও নন। দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে এভাবে চলেছে তার প্রতারণা, আয় করেছেন লাখ লাখ টাকা। তবে শেষরক্ষা হলো না। খবর ঠিকই জেনে যায় র‌্যাব। এরপর এলিট বাহিনীটির অভিযানে নামে, পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সিলগালা করা হয়েছে ওই প্রতিষ্ঠান। আর মালিককে দেওয়া হয়েছে ৬ মাস ১৫ দিনের জেল।

নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান রবিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত প্রতারকের নাম ইদ্রিস আলী (৫০)। সে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার আফের উল্লাহর ছেলে।

নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি জানান, সদর থানাধীন দরাপপুর বাজার এলাকার ইলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট ফার্মেসির মালিক ইদ্রিস আলী দীর্ঘদিন থেকে ওই প্রতিষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি উচ্চ ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে সেখান নিয়মিত প্রেসক্রিপশন লিখতেন। এভাবে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

গোপনে এ সংবাদ জেনে রবিবার দুপুরের আগে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। এসময় বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম জব্দ ও মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ (২) এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৫৩) ধারা অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। যেহেতু প্রতারক আসামি জরিমানার টাকা পরিশোধ করেনি তাই তাকে ৬ মাস ১৫ দিন কারা ভোগ করতে হবে বলে জানান এএসপি মাসুদ রানা।

তিনি আরও বলেন, আসামিকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে৷ ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে