X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সমালোচনা, বিতর্কের মধ্যেই মেয়াদ শেষ রাবি উপাচার্যের

রাবি প্রতিনিধি
০৫ মে ২০২১, ২২:৫১আপডেট : ০৫ মে ২০২১, ২২:৫১

নানা বিতর্ক থাকলেও অবশেষে মেয়াদ শেষ করেই পদ ছাড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহান। আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) তার মেয়াদ শেষ হচ্ছে।  বুধবার (৫ মে) দুপুরে অধ্যাপক এম আব্দুস সোবহান নিজ দফতরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে  আনুষ্ঠানিক বিদায় শুভেচ্ছা বিনিময় করেন।

উপাচার্যের সচিব মীর শাহাজাহান আলী জানিয়েছেন, ‘আজ উপাচার্য স্যার দফতরে এসে আমাদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেছেন। উপাচার্য বলেছেন আগামীকাল ব্যস্ত থাকতে পারেন। তাই আর আসা হবে না।’

প্রশাসন ভবনের তালা খুলে দিলো ছাত্রলীগ

উপাচার্য নিজ দফতরে আসার আগেই প্রশাসন ভবনে লাগানো তালা খুলে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে তারা তালা খুলে নেন। এর আগে গত ২ মে ফাইন্যান্স কমিটির সভা আটকে দিতে উপাচার্য ভবন, প্রশাসন ভবন ও সিনেট ভবনে তালা দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সভা স্থগিত করা হলে উপাচার্য ভবনের তালা খুলে দেওয়া হয়। গত ৪ মে রাতে সিন্ডিকেটের তালা ভেঙে গোপনে নথি চুরির অভিযোগ উঠে উপাচার্যের জামাতার বিরুদ্ধে। সর্বশেষ আজ ছাত্রলীগ নেতারাই প্রশাসন ভবনের তালা খুলে দেন। তবে এ বিষয়ে ছাত্রলীগ নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রক্টর অধ্যাপক  লুৎফর রহমান বলেন, সরকারি নির্দশনার কারণে জরুরি প্রয়োজন ছাড়া দফতর এমনিতেই বন্ধ আছে। তবে আজ সকালে তারা তালা খুলে নিয়েছে বলে জানতে পেরেছি।

এদিকে, আজ শেষদিনে উপাচার্যের বিরুদ্ধে নতুন কোনও কর্মসূচি দেখা যায়নি। ‘দুর্নীতিবিরোধী’ ব্যানারে দাঁড়ানো শিক্ষকদেরও আজ কোথাও দেখা যায়নি। এই শিক্ষকদের  মুখপাত্র অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু বলেন, ফাইন্যান্স কমিটির মিটিং ও সিন্ডিকেট সভায় অনিয়ম ও দুর্নীতি এবং গণহারে অ্যাডহক নিয়োগ হতে পারে বলে আমরা জানতে পেরেছিলাম। তাই আমরা এ সভাগুলো স্থগিতের দাবিতে আন্দোলন করেছি। এছাড়া অ্যাডহক নিয়োগ না দিতে ভিসি মহোদয়কে পিএম অফিস ও শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছে বলে রেজিস্ট্রারের মাধ্যমে জানতে পেরেছি। তাই আমাদের কোনও কর্মসূচি ছিল না।

প্রসঙ্গত, অধ্যাপক এম আব্দুস সোবহান ২০১৭ সালের ৭ মে চার বছরের জন্য উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে মেয়াদের প্রথম দিকে নিয়োগ যোগ্যতা কঠোর করা ও পরে তা শিথিল করে মেয়ে, জামাতাকে নিয়োগসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যার প্রমাণও পায় ইউজিসির তদন্ত কমিটি। যদিও উপাচার্য প্রথম থেকে তদন্ত কমিটি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন।

/টিএন/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ