X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বাসি খাবার মিশিয়ে রান্না না করায় ঝলসে দেওয়া হলো নারী বাবুর্চির শরীর

বগুড়া প্রতিনিধি
০৩ জুন ২০২১, ১৮:২৯আপডেট : ০৩ জুন ২০২১, ১৮:২৯

বগুড়ার শিবগঞ্জে হোটেলে পচা ও বাসি খাবার মিশিয়ে রান্না না করায় নারী বাবুর্চির শরীরে ফুটন্ত তেল ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গরম তেলে নারী বাবুর্চি জোবেদা বেগমের (৫৭) শরীরের পিঠ ও নিচের অংশের অনেকটুকু ঝলসে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার চন্ডিহারা এলাকায় মিতু হোটেলে এ ঘটনা ঘটে। জোবেদাকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় জোবেদার মেয়ে লাজনী বেগম শিবগঞ্জ থানায় হোটেলের মালিকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ বুধবার (২ জুন) রাতে প্রধান আসামি বাবুর্চি মন্টু মিয়া কালুকে (৩৫) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩ জুন) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা এসআই বিরঙ্গ চন্দ্র মন্ডল বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জোবেদা বেগম জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই গ্রামের জহুরুল মন্ডলের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শিবগঞ্জের চন্ডিহারা এলাকায় ফারুক হোসেনের মিতু হোটেলে বাবুর্চির কাজ করেন। ১ জুন সকালে মালিক ফারুক হোসেন রাতের থেকে যাওয়া খাবার মিশিয়ে সকালের রান্না করতে বলেন। বাবুর্চি জোবেদা বেগম এতে অস্বীকৃতি জানান। এতে মালিক ফারুক হোসেন ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তার নির্দেশে অপর বাবুর্চি বগুড়ার নন্দীগ্রামের মাটিহাঁস গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মন্টু মিয়া কালু বাবুর্চি জোবেদা বেগমের শরীরে কড়াইয়ের ফুটন্ত তেল ঢেলে দেন। এতে তার পিঠ ও শরীরের নিচের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় জোবেদার মেয়ে লাজনী বেগম ২ জুন শিবগঞ্জ থানায় বাবুর্চি মন্টু মিয়া কালু, হোটেল মালিক চন্ডিহারা পলিপাড়ার মৃত আবদুস সামাদের ছেলে ফারুক হোসেন ও অপর বাবুর্চি একই এলাকার খোকা মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বাবুর্চি কালুকে গ্রেফতার করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই বিরঙ্গ চন্দ্র মন্ডল বলেন, হোটেল মালিক ও দুই বাবুর্চির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রধান আসামি বাবুর্চি কালুকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মালিকসহ অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বশেষ খবর
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’