X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা

আপডেট : ২৩ জুন ২০২১, ১৬:৩৭

পদায়নের দাবিতে উপাচার্য ভবন অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের একাংশ।

বুধবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে পদায়ন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুল আল আমিন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল। সভা শুরুর আগে সন্ধ্যা ৬টা থেকেই ছাত্রলীগ ও যুবলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তাদের আন্দোলনের মুখে রাত সাড়ে ৮টায় সভা স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর আন্দোলনকারীরা রাতভর সেখানে অবস্থান করেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবন থেকে সরে এসে প্যারিস রোডে অবস্থান নেন আন্দোলনকারীরা।

জানতে চাইলে নিয়োগপ্রাপ্ত রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিন বলেন, আমাদের দাবি কর্মস্থলে পদায়ন। সিন্ডিকেট স্থগিত হয়েছে ঠিক আছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি পদায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

নিয়োগপ্রাপ্তদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কৌশলগত কারণে অনেকেই আন্দোলনে যোগ দিচ্ছেন না। তবে তারা আমাদের সঙ্গে আছেন। কারণ সবারই চাওয়া চাকরি। চাকরি আমাদের হয়েছে। এখন পদায়ন চাই।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।

তবে মঙ্গলবার রাতে তিনি বলেছেন, নিয়োগ অবৈধ বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন তাদের অনুমতি পেলে কর্মস্থলে পদায়নে আমার আপত্তি নেই। আন্দোলনরতদের বিষয়টি একাধিকবার বলেছি।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে উপাচার্য আবদুস সোবহান শেষ কর্মদিবসে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে নিয়োগপ্রাপ্তরা যোগদান করতে পারেননি। যোগদানের দাবিতে আন্দোলন করে আসছেন তারা।

/এএম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
‘পাদুকা শিল্প অবহেলিত’
‘পাদুকা শিল্প অবহেলিত’
চাকরি গেলো পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলাচাকরি গেলো পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন জালিয়াতি, পাঁচ শিক্ষকসহ আটক ১৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন জালিয়াতি, পাঁচ শিক্ষকসহ আটক ১৩
আম পাড়তে নিষেধ করায় পিটিয়ে হত্যা
আম পাড়তে নিষেধ করায় পিটিয়ে হত্যা
এ বিভাগের সর্বাধিক পঠিত
উন্নত জাতের আমে ঝুঁকছেন রাজশাহীর চাষিরা
উন্নত জাতের আমে ঝুঁকছেন রাজশাহীর চাষিরা
জুনেই আসছে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম
জুনেই আসছে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম
যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ২
যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ২
অবৈধ সম্পদ অর্জনে সাবেক এমপি জ্যোতির সাত বছরের কারাদণ্ড 
অবৈধ সম্পদ অর্জনে সাবেক এমপি জ্যোতির সাত বছরের কারাদণ্ড 
ওভারব্রিজে না উঠে রেললাইন পার, ট্রেনে কেটে দাদা-নাতির মৃত্যু
ওভারব্রিজে না উঠে রেললাইন পার, ট্রেনে কেটে দাদা-নাতির মৃত্যু