X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হারুনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ১৬:২৯আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬:২৯

আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ নির্বাচনকে ঘিরে সরকার দলীয় নৌকার প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তুলেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে তার বাসভবনে জেলা সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে হারুনুর রশীদ নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে উচ্চস্বরে মাইক বাজানো, তিনশ’র বেশি অফিস স্থাপন, পাড়া-মহল্লার দোকানে ব্লুটুথ সাউন্ড বক্স ব্যবহার, অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের অফিস ভাঙচুরসহ বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন ও পথসভা করতে না দেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এসব সুনির্দিষ্ট অভিযোগ এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করার পরও আইনশৃঙ্খলা বাহিনী এবং কমিশন কোনও উদ্যোগ নেয়নি।’ এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি। এ সময় ইভিএমের বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত সচেতনতা সৃষ্টিতে কোনও পদক্ষেপ না নেওয়ায় এর মাধ্যমে ভোটগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

সাংবাদিক সম্মেলনে হারুনুর রশীদ বলেন, ‘যদি নির্বাচনে সরকারি দলের পক্ষ থেকে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড চলতে থাকে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে সিদ্ধান্ত নিতে বাধ্য হবো, এ ধরনের প্রহসনের নির্বাচন থেকে জনগণকে অংশগ্রহণ থেকে বিরত থাকতে।’

সাংবাদিক সম্মেলনে উপস্থিতি ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে