X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে প্রত্যাহার

জয়পুরহাট প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৩৫

নানা অনিয়মের  অভিযোগে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা ও দায়রা জজ মো. নূর ইসলামকে রুস্তম আলীর স্থলাভিষিক্ত করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বলেন, ‘আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দেরিতে এজলাসে আসা এবং অর্থের বিনিময়ে চাঞ্চল্যকর মামলার আসামিদের জামিন ও খালাস দোওয়াসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে গত ২৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চলমান ছিল।’

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘জয়পুরহাট আইনজীবী সমিতি সবসময় ন্যায়ের পক্ষে। আজকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। আন্দোলনের সুষ্ঠু প্রতিফলন পেয়ে আমরা খুশি।’

তিনি আরও বলেন, ‘গত ১০ নভেম্বর বিকাল ৩টায় জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির আইনজীবীরা সিদ্ধান্ত নেন, বিচারক মো. রুস্তম আলী অর্থের বিনিময়ে জামিন ও রায় দিয়ে আসছেন, তাই ওনাকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে ওই স্থান ত্যাগ করতে হবে। না করলে ২৯ নভেম্বর থেকে তার আদালত বর্জন করা হবে। এই সময়ে বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগ আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, দুদকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়।’

/এফআর/
সম্পর্কিত
তিন মন্ত্রী ও সচিবদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময়
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার সঠিক পথেই এগিয়ে যাচ্ছে: আইনমন্ত্রী
দ্রুত ন্যায়বিচার প্রদান করে জনদুর্ভোগ কমানোর আহ্বান আইনমন্ত্রীর
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু