X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি: আলালের বিরুদ্ধে এবার জয়পুরহাটে মামলার আবেদন

জয়পুরহাট প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ২২:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে এবার জয়পুরহাট সদর থানায় অভিযোগ করা হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সদর থানায় অভিযোগ দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

তিনি বলেন, গত ৭ ডিসেম্বর মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে কুরুচিপূর্ণ অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাত পেয়েছেন। এমন বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও দেশের জন্য আন্তর্জাতিক মহলে অসম্মানজনক। তাই বাদী হয়ে জয়পুরহাট সদর থানার অভিযোগ করেছেন জহুরুল ইসলাম।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, অভিযোগ এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। একই ঘটনায় অপর এক শিক্ষার্থী একটি অভিযোগপত্র দেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

এ ছাড়া একই ঘটনায় বুধবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক বিন ইদ্রিছ বাদী হয়ে এই অভিযোগ করেন। 

/এসএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
আদম তমিজীর আত্মহত্যার হুমকি, ফিরে গেলো র‌্যাব
প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে কটূক্তি, ৪ প্রবাসীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন