X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

১৭ টাকা বেশি দামে সয়াবিনের লিটার বিক্রি, ৯০ হাজার জরিমানা

রাজশাহী প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৮:৫৪আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৮:৫৫

রাজশাহীতে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২২৫ বোতল এক লিটারের তেল জব্দও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এই জরিমানা ও তেল জব্দ করেন।

হাসান-আল-মারুফ জানান, সরকার সয়াবিন তেলের লিটার নির্ধারণ করেছে ১৬৮ টাকা। প্রথমে নগরীর বন্ধগেট এলাকায় ‘খন্দকার স্টোর’ নামের একটি দোকানে ক্রেতা সেজে গিয়ে দেখা যায়, মূল্য তালিকায় খোলা সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা লেখা থাকলেও বিক্রি করা হচ্ছে ১৮৫ টাকায়। তাই দোকান মালিক মাসুদ করিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে নগরীর চামড়াপট্টিতে ‘আয়েন এন্টার প্রাইজ’ নামের একটি দোকানে গিয়ে দেখা যায়, ‘স্বাদ’ নামের একটি বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে ১৮৫ টাকায়। বোতলের গায়েও এ মূল্য লেখা। বেশি দামের তেল বিক্রি করায় দোকান মালিক এন্তাজ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় এক লিটারের ৩৩ বোতল তেল।

তিনি জানান, এন্তাজ আলীর দেওয়া তথ্যমতে এই তেলের পরিবেশক নগরীর রাণীবাজার এলাকার ‘আলী ট্রেডার্সে’ অভিযান চালানো হয়। সেখান থেকে বাড়তি মূল্য লেখা এক লিটারের ১৯২ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় এ প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে অধিদফতর। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোখলেসুর রহমান অর্থ পরিশোধ করেন।

এর আগে, রবিবার (৬ মার্চ) রাজশাহী নগরীর হাদির মোড়ের ‘শাহাবুদ্দিন স্টোরের’ মালিক জুয়েলের বাড়ি থেকে ৮০০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় জুয়েলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, একটি অসাধু চক্র এমন কাজ করছে। জেলা প্রশাসনসহ ক্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযান আরও জোরদার করা উচিত।

রাজশাহীতে কোনও সিন্ডিকেট আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানামতে নেই। তবে যারা বিদেশ থেকে তেল আমদানি করেন তারাই সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করেন।

/এফআর/
সম্পর্কিত
মজুত থাকার পরও দিনভর পাম্পে অকটেন সংকট!
জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই: উপদেষ্টা 
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল