X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

উত্তরবঙ্গগামী ৩৫ কিলোমিটারে গাড়ির ধীরগতি, থেমে থেমে যানজট 

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ১৫:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫:১১

উত্তরবঙ্গগামী মহাসড়কের যানজট কিছুটা কমেছে। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটারজুড়ে গাড়ির প্রচুর চাপ রয়েছে। এজন্য  ধীরগতিতে চলছে গাড়ি। সেই সঙ্গে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। শুক্রবার বেলা আড়াইটা পর্যন্ত মহাসড়কে এই চিত্র দেখা গেছে। 

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ হয়ে নলকা মোড় পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে জেলা পুলিশের তৎপরতায় বেলা ১১টা থেকে যানজট কিছুটা কমে আসে।

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ঈদে ঘরমুখী মানুষজন। যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ায় সকাল থেকে মহাসড়কে কখনও ধীরগতি আবার কখনও থেমে থেমে যানজট দেখা দেয়। তবে এখন মহাসড়ক কিছুটা স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ কাজ করছে। 

উত্তরবঙ্গগামী মহাসড়কের যানজট কিছুটা কমেছে

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, গাড়ির প্রচুর চাপ থাকায় নলকা সেতুর পূর্ব পাশে কিছুটা যানজট রয়েছে। তবে নলকা মোড় থেকে হাইওয়ে থানার আওতার কোনও এলাকায় যানজটের সৃষ্টি হয়নি। সকালে পাচলিয়া এলাকায় একটি দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যান চলাচলে সমস্যা হয়েছিল। এখন কিছুটা স্বাভাবিক।

কড্ডার মোড় এলাকা থেকে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, মহাসড়কের ধারণক্ষমতার তুলনায় গাড়ির চাপ কয়েক গুণ বেশি। তবে গাড়ি বেশি থাকলেও সিরাজগঞ্জের মহাসড়কে যানজট নেই। তবে কোথাও কোথাও ধীরগতি রয়েছে। যানজট নিরসন ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের ৫৭২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

/এএম/
সম্পর্কিত
সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঘিরে তীব্র যানজট, নগরবাসীর দুর্ভোগ
‘রাজধানীর যানজটে প্রতিবছর নষ্ট হচ্ছে ৫ মিলিয়ন কর্মঘণ্টা’
সর্বশেষ খবর
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল