X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় এসেছেন কাঁচামাল নিয়ে, ফিরছেন যাত্রী নিয়ে

রানা আহমেদ, সিরাজগঞ্জ
০১ মে ২০২২, ২১:৫৩আপডেট : ০১ মে ২০২২, ২১:৫৩

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাধা-ভোগান্তি পেরিয়ে বাড়ি ফিরছেন মানুষ। বাস ছাড়াও ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলযোগে যে যেভাবে পারছেন সেভাবেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় অনেকেই প্রচণ্ড রোদের মধ্যে ট্রাকের ছাদে চড়ে বাড়ি যাচ্ছেন।

রবিবার (১ মে) সরেজমিনে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এমন চিত্র দেখা যায়। কথা হয় ট্রাকে যাওয়া কয়েকজন যাত্রীর সঙ্গে। তারা বলেন, বাসে ভাড়া অনেক বেশি। তাই ট্রাকযোগে বাড়ি যাচ্ছি। আমরা গরিব তাই প্রতিবারই এমন দুর্ভোগ হয়। দুর্ভোগ জেনেও পরিবারের সঙ্গে ঈদ করার জন্য আমরা বাড়িতে যাই।

সুজন হোসেন নামের একজন বলেন, ‘বাস ও মাইক্রোতে ভাড়া বেশি। তাই এই প্রচণ্ড রোদে স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি যাচ্ছি। গাড়ি যখন ব্রেক ধরে তখন ছেলে-মেয়ে অন্যজনের ওপর গিয়ে পড়ে। খুব কষ্ট করে ঢাকা থেকে এভাবেই ফিরছি।’

ঢাকায় এসেছেন কাঁচামাল নিয়ে, ফিরছেন যাত্রী নিয়ে

বেসরকারি চাকরিজীবী রবি ও তার স্ত্রী জানালেন, তিন বছর করোনার কারণে পরিবারের সঙ্গে ঈদ করতে যেতে পারেননি। তাই এবার যাচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার যানজট তেমন নেই।

ট্রাকচালক বেলাল হোসেন বলেন, ‘ঢাকায় কাঁচামাল নামিয়ে যাত্রী নিয়ে বগুড়ায় যাচ্ছি। বাসের ভাড়া দ্বিগুণ হওয়ায় অনেকেই ট্রাকে বাড়িতে যাচ্ছে ঈদ করতে।’

ভাড়ার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমাদের নির্দিষ্ট কোনও ভাড়া নেই, যে যেমন দিচ্ছে তাই নিচ্ছি। খালি ট্রাক নিয়ে আসার চেয়ে কিছু যাত্রী নিয়ে ফিরছি।’

ঢাকায় এসেছেন কাঁচামাল নিয়ে, ফিরছেন যাত্রী নিয়ে

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়কে যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। রোদে পুড়েও মানুষ বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছেন। এ মহাসড়কের ঝাঐল এলাকা থেকে নলকা মোড় পর্যন্ত একটু ধীরগতি রয়েছে। তবে যানজট বলতে যেটা বোঝায়, সেটা সিরাজগঞ্জের মহাসড়কে নেই।’

সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত তিন বছর করোনার কারণে অনেকেই ঈদে ঘরে ফিরতে পারেনি। তাই তারা যেভাবে পারছে বাড়িতে যাচ্ছেন। যারা ট্রাকযোগে যাচ্ছে, তাদের রোদে একটু কষ্ট হলেও নিরাপদে বাড়িতে ফিরছেন। সিরাজগঞ্জ মহাসড়কে প্রায় ৬০০ পুলিশ মাঠে রয়েছে। যানজট নিরসনে তারা রাত দিন কাজ করে যাচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ