X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর সেই ‘পরি’র খোঁজ নেন না কেউ

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
০২ আগস্ট ২০২২, ২২:৫৫আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:৫৫

নওগাঁ শহরের সুলতানপুর মহল্লার সন্তোষ চন্দ্র সুত্রধরের ছেলে পরিতোষ চন্দ্র সুত্রধর। পরি নামেই ডাকেন সবাই। আশির দশকে এই পরিই প্রতিদিন বগুড়া থেকে প্রকাশিত পত্রিকা এনে পৌঁছে দিতেন নওগাঁর এজেন্টসহ পাঠকদের হাতে। সে সময় নওগাঁয় ছিলেন হাতে গোনা মাত্র কয়েকজন সাংবাদিক।

বিশেষ করে বগুড়া থেকে প্রকাশিত কাগজে যারা কাজ করতেন পরিই ছিলেন তাদের একমাত্র ভরসা। করতোয়ার বিশ্বনাথ দাস, উত্তরবার্তার কায়কোবাদ খান, সাদেকুল ইসলাম, মুক্তবার্তার এবিএম রফিকুল ইসলামসহ অন্য সাংবাদিকরা সারাদিনের সংবাদ সংগ্রহ করে নিউজ প্রিন্ট কাগজে লিখে খামবন্দি করে অপেক্ষা করতেন পরির। প্রতিদিন সন্ধ্যায় তাদের কাছে উপস্থিত হতেন পরি। নিউজের খাম, দুই-একটি সাদা-কালো ছবি আর বিজ্ঞাপন নিয়ে রাতেই বাসযোগে বগুড়ায় ছুটতেন তিনি। সেখানে পৌঁছে প্রতিটি অফিস ঘুরে নিউজ বিলি করা ছিল তার নিত্যদিনের কাজ। রাতে সেখানে অবস্থান করে পরদিন কাকডাকা ভোরে পত্রিকার বান্ডিল নিয়ে বাসযোগে নওগাঁয় এসে তা তুলে দিতেন পত্রিকা এজেন্টদের হাতে। নিজেও বিলি করতেন। 

স্থানীয়রা জানান, তখন পরির বয়স ছিল মাত্র ১০-১১ বছর। ১৯৮৩ সাল থেকে প্রায় একযুগ পরি এ পেশায় জড়িত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত পেশায় টিকতে পারেননি তিনি। উন্নত প্রযুক্তি আর প্রতিযোগিতার বাজারে হারিয়ে গেছেন পরি। একদিন নওগাঁর মানুষের হাতে প্রতিদিনের পত্রিকা যে ব্যক্তি তুলে দিতেন ও অন্যদের খবর জানান দিতেন, তার খোঁজ এখন আর কেউ রাখেন না। 

কথা হয় পরিতোষ চন্দ্র সুত্রধর ওরফে পরির সঙ্গে। তার বয়স এখন ৪৬ বছর। পোড় খাওয়া চেহারায় বয়স আর অভাব-অনটনের ছাপ। পত্রিকা সংশ্লিষ্ট অনেকেই এখন প্রতিষ্ঠিত, তবে পরির জীবন-জীবিকা এখনও অনিশ্চিত।

পরি বলেন, বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, দুই ছেলে ও স্কুল পড়ুয়া এক মেয়ের মুখে আহার যোগাতে কখনও ফুটপাতে পেয়ারা বিক্রি, কখনও রাজমিস্ত্রির যোগালি অর্থাৎ কায়িক পরিশ্রম করেই চলে জীবন। অর্ধাহার-অনাহারের জীবনে ধীরে ধীরে অচল হচ্ছে শরীর।

তবে পরী কোনও দয়া চান না। বয়স অনুযায়ী একটি কাজ পেলে খেয়ে-পরে সবাইকে নিয়ে আরও কিছুদিন ভালোভাবে বাঁচতে চান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
শিশু অধিকার বিষয়ে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের উদিসা ইসলাম
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা