X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নওগাঁর সেই ‘পরি’র খোঁজ নেন না কেউ

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
০২ আগস্ট ২০২২, ২২:৫৫আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:৫৫

নওগাঁ শহরের সুলতানপুর মহল্লার সন্তোষ চন্দ্র সুত্রধরের ছেলে পরিতোষ চন্দ্র সুত্রধর। পরি নামেই ডাকেন সবাই। আশির দশকে এই পরিই প্রতিদিন বগুড়া থেকে প্রকাশিত পত্রিকা এনে পৌঁছে দিতেন নওগাঁর এজেন্টসহ পাঠকদের হাতে। সে সময় নওগাঁয় ছিলেন হাতে গোনা মাত্র কয়েকজন সাংবাদিক।

বিশেষ করে বগুড়া থেকে প্রকাশিত কাগজে যারা কাজ করতেন পরিই ছিলেন তাদের একমাত্র ভরসা। করতোয়ার বিশ্বনাথ দাস, উত্তরবার্তার কায়কোবাদ খান, সাদেকুল ইসলাম, মুক্তবার্তার এবিএম রফিকুল ইসলামসহ অন্য সাংবাদিকরা সারাদিনের সংবাদ সংগ্রহ করে নিউজ প্রিন্ট কাগজে লিখে খামবন্দি করে অপেক্ষা করতেন পরির। প্রতিদিন সন্ধ্যায় তাদের কাছে উপস্থিত হতেন পরি। নিউজের খাম, দুই-একটি সাদা-কালো ছবি আর বিজ্ঞাপন নিয়ে রাতেই বাসযোগে বগুড়ায় ছুটতেন তিনি। সেখানে পৌঁছে প্রতিটি অফিস ঘুরে নিউজ বিলি করা ছিল তার নিত্যদিনের কাজ। রাতে সেখানে অবস্থান করে পরদিন কাকডাকা ভোরে পত্রিকার বান্ডিল নিয়ে বাসযোগে নওগাঁয় এসে তা তুলে দিতেন পত্রিকা এজেন্টদের হাতে। নিজেও বিলি করতেন। 

স্থানীয়রা জানান, তখন পরির বয়স ছিল মাত্র ১০-১১ বছর। ১৯৮৩ সাল থেকে প্রায় একযুগ পরি এ পেশায় জড়িত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত পেশায় টিকতে পারেননি তিনি। উন্নত প্রযুক্তি আর প্রতিযোগিতার বাজারে হারিয়ে গেছেন পরি। একদিন নওগাঁর মানুষের হাতে প্রতিদিনের পত্রিকা যে ব্যক্তি তুলে দিতেন ও অন্যদের খবর জানান দিতেন, তার খোঁজ এখন আর কেউ রাখেন না। 

কথা হয় পরিতোষ চন্দ্র সুত্রধর ওরফে পরির সঙ্গে। তার বয়স এখন ৪৬ বছর। পোড় খাওয়া চেহারায় বয়স আর অভাব-অনটনের ছাপ। পত্রিকা সংশ্লিষ্ট অনেকেই এখন প্রতিষ্ঠিত, তবে পরির জীবন-জীবিকা এখনও অনিশ্চিত।

পরি বলেন, বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, দুই ছেলে ও স্কুল পড়ুয়া এক মেয়ের মুখে আহার যোগাতে কখনও ফুটপাতে পেয়ারা বিক্রি, কখনও রাজমিস্ত্রির যোগালি অর্থাৎ কায়িক পরিশ্রম করেই চলে জীবন। অর্ধাহার-অনাহারের জীবনে ধীরে ধীরে অচল হচ্ছে শরীর।

তবে পরী কোনও দয়া চান না। বয়স অনুযায়ী একটি কাজ পেলে খেয়ে-পরে সবাইকে নিয়ে আরও কিছুদিন ভালোভাবে বাঁচতে চান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়: তথ্য উপদেষ্টা
ঈদে গণমাধ্যমে ৪ দিনের ছুটির আহ্বান মাহমুদুর রহমানের
ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
সর্বশেষ খবর
চলে গেলেন মেলবোর্নের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান 
চলে গেলেন মেলবোর্নের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান 
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ