X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বান্ধবীর সহায়তায় সংঘবদ্ধ ধর্ষণ, চার জনের ১০ বছরের আটকাদেশ

নাটোর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০১

একাদশ শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় তার সহপাঠী। এতে রাজি না হওয়ায় আরেক বান্ধবীর সহায়তায় তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার ভিডিও ধারণও করে তারা। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর পাশাপাশি ছোট নাবালক ভাইকে হত্যার হুমকি দিয়ে পরে একাধিকবার ধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী ছাত্রী বিষপান করে। চিকিৎসা শেষে বেঁচে গেলে তিনি স্বজনদের কাছে সব খুলে বলেন। 

২০১৭ সালের এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) ওই মামলায় ছাত্রীর বান্ধবীসহ তিন তরুণকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন নাটোর নারী ও শিশু আদালতের বিচারক আব্দুর রহিম। 

কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর স্যাপার কলেজের তৎকালীন একাদশ শ্রেণির তিন ছাত্র ও এক ছাত্রী রয়েছেন। 

এ বিষয়ে নাটোর জজ কোর্টের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান বলেন, অভিযুক্তরা অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এ জন্য শিশু আইনে তাদের বিচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা সবাই প্রাপ্তবয়স্ক।

তিনি আরও বলেন, দুপুরে দেওয়া আদেশে বিচারক উল্লেখ করেন, যদি আসামিরা কম বয়সী হয়, তবে তাদের যেন শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তা না হলে তাদের সংশ্লিষ্ট কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় কলেজশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট
গ্রাম পুলিশকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়