X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক ফেরত যাচ্ছিল সাড়ে ৩ কেজি সোনা নিয়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  
১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮

ভারতে পাচারের সময় একটি ট্রাকের সিটের নিচ তিন কেজি ৪৭৬ গ্রাম সোনা উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় ওই ট্রাকের চালককে আটকও করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে এসব সোনা উদ্ধার করে ৫৯ বিজিবি।

আটক ভারতীয় ট্রাকচালক পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে রেন্টু শেখ (৪০)। আজ বিকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনা মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস থেকে পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিরো পয়েন্টের পানামা গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে পণ্য নামিয়ে ভারতে যাওয়ার সময় তল্লাশি চালায় বিজিবি। ট্রাক চালকের সিটের নিচ থেকে তিন কেজি ৪৭৬ গ্রাম সোনা জব্দ করা হয়।

লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, উদ্ধার হওয়া সোনাগুলো ১৫টি বার ও ৩৫টি তেজাবি পাকা টুকরো আকারে ছিল। উদ্ধার সোনার বাজারমূল্য দুই কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা। জব্দ ট্রাকের মূল্য  প্রায় ৪০ লাখ টাকা। পরে বিজিবি ক্যাম্পে উদ্ধার হওয়া সোনাগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন স্থানীয় স্বর্ণকাররা।

বিজিবি এই অধিনায়ক আরও জানান, আগের দিন ভারতীয় ট্রাকটি পণ্য নিয়ে স্থলবন্দরে আসে। পণ্য খালাস করে রবিবার দুপুরে খালি গাড়ি নিয়ে পুনরায় ভারতে ফিরছিল ট্রাকটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রাকচালক রেন্টু শেখ জানান, কোনও এক ব্যক্তি তাকে এসব সোনা দিয়েছিল ভারতে পাচারের উদ্দেশে। প্রথমে বিষয়টি স্বীকার না করলেও; তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!