X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাটোরে দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৪:৪৩আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৪:৪৩

নাটোরের সিংড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত রুহুল আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হলো। এ ঘটনায় আহত আরও তিন জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

রুহুল আমিন সুকাশ ইউনিয়নের বামিহাল দাশোপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি কুদ্দুস-ফরিদ গ্রুপের অনুসারী ছিলেন।

আরও পড়ুন: নাটোরে দুই পক্ষের সংঘর্ষে আ.লীগ নেতা নিহত

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আফতাব গ্রুপের সঙ্গে কুদ্দুস-ফরিদ গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার রাত ৮টার দিকে আফতাবের নেতৃত্বে বামিহাল এলাকায় কুদ্দুস গ্রুপের লোকজনের ওপর হামলা চালানো হয়। এতে কুদ্দুস গ্রুপের তিন জন আহত হন। কিছুক্ষণ পর  কুদ্দুসের নেতৃত্বে তার অনুসারীরা বামিহাল বাসস্ট্যান্ড এলাকায় আফতাব গ্রুপের লোকজনের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় তারা আফতাব ও কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আফতাবকে মৃত ঘোষণা করেন। আহত চার জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে রুহুল আমিন মারা গেছেন।

এছাড়া আহত তিন জন হলেন–আফতাবের ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং প্রতিপক্ষ কুদ্দুস-ফরিদ গ্রুপের অনুসারী মাসুদ ও মুসা। তারা রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষে প্রথম নিহত আফতাব উদ্দিন সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। প্রতিপক্ষ কুদ্দুস সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং দুই বারের বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী। তার ভাই ফরিদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা