X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লালপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, বাইরে মিললো বোমাসদৃশ বস্তু

নাটোর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১১:৪৩আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১১:৪৭

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় কার্যালয় থেকে কিছুটা দূরে ব্যাগের মধ্যে দুটি বোতল ও টেপ দিয়ে মোড়ানো কয়েকটি জর্দার কৌটা পাওয়া গেছে। এগুলো বিস্ফোরক দ্রব্য বলে ধারণা করছে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় বস্তুগুলো পাওয়া যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে বড়াইগ্রাম সার্কেলের এএসপি শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এএসপি শরীফ আল রাজীব জানান, ঘটনাস্থলে পৌঁছে বিএনপি কার্যালয়ের ভেতর ভাঙচুর করা হয়েছে দেখতে পান। এরপর কার্যালয়ের কিছু দূরে বিস্ফোরক সদৃশ বোতল ও কৌটা নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরীক্ষার পরই সেগুলো কী জানা যাবে। আপাতত বিএনপির ওই কার্যালয় বন্ধ রাখঅ হয়েছে।

উদ্ধার দুটি বোতল ও টেপ দিয়ে মোড়ানো কয়েকটি জর্দার কৌটা

এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয়রা তাকে জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের ভেতরে এবং কয়েকজন বাইরে ছিলেন। কয়েকজনের মুখে মাস্ক পরা ছিল। তাদের সামনে দিয়ে কয়েকজন যুবলীগ কর্মী যাওয়ার সময় তাদের গালাগালি করেন এবং ধাক্কা দিয়ে ফেলে চলে যান। এরপর দুই-একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচীব হারুনুর রশীদ পাপ্পু জানান, ৩-৪ দিন আগে কয়েকজন বিএনপি নেতাকর্মী ওই কার্যালয়ে ছিলেন। এ সময় মাস্ক পরা কয়েকজন যুবক কার্যালয়ে হামলা করে। এরপর বিএনপি নেতাকর্মীরা চলে যান। শনিবার সন্ধ্যার পর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মলামসহ চার জন ওই কার্যালয়ে যান। এরপর রাত ৮টার দিকে চলে যান তারা। সাড়ে ৮টার দিকে কার্যালয়ে কে বা কারা হামলা চালিয়ে ভাঙচুর করে।

হারুনুর রশীদ পাপ্পু দাবি করেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যাতে যোগ দিতে না যান, সেজন্য একটি ভীতিকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় ওই ষড়যন্ত্র করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে কার্যালয় ভাঙচুর এবং এই ‌ঘটনার হোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ