X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে বাস বন্ধ, চলাচলে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১৮:৩৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৮:৩৪

পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ১০ দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে সিরাজগঞ্জে বাস চলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সড়কপথে রাজশাহীর আট জেলার সাথে সিরাজগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধর্মঘটের প্রথম দিনেই অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জ। সড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে ধর্মঘটের কারণে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে শহরের এম এ মতিন পৌর বাস টার্মিনালে আসেন যাত্রীরা। কিন্তু বাস না পেয়ে কেউ কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে ছুটছেন। কেউ আবার বাড়ি ফিরে যাচ্ছেন। সিএনজি ও মাইক্রোবাসসহ বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে যাত্রীরা জরুরি প্রয়োজনে নিজ নিজ গন্তব্যে ছুটছেন।

রাজশাহীগামী পারভিন আক্তার বলেন, ‘বাসস্ট্যান্ডে এসে দেখি কাউন্টার বন্ধ। বাস না পেয়ে বিকল্পে উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি।’

সুজন সরকার নামে এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে বগুড়া যাওয়া দরকার। কিন্তু ধর্মঘটের কারণে কোনও বাস যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও গণপরিবহনের দেখা মেলেনি। সিএনজি ও অটোরিকশা চললেও বেশি ভাড়া দাবি করছেন চালকরা।’

জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি সুলতান তালুকদার বলেন, ‘১০ দফা দাবিতে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। দাবি মানা না হলে এই আন্দোলন চলবে।’

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আতিকুর রহমান আতিক জানান, দাবি আদায়ের লক্ষ্যে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বুধবারের (৩০ নভেম্বর) মধ্যে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

মানুষের ভোগান্তি ও বিএনপির সমাবেশের বিষয়ে চানতে চাইলে তিনি বলেন, ‘বাসস্ট্যান্ড থেকে তো মানুষ পরিবহনই করছি না। তাই ভোগান্তি আমাদের দিক থেকে নেই। আর বিএনপির সমাবেশের সঙ্গে এই পরিবহন ধর্মঘটের কোনও সম্পর্ক নেই।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই গণসমাবেশ উপলক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মীদের আগমন ঘটবে। তাই ১০ দফা মূল বিষয় নয়, মূলত দেশের অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতেই কৌশলে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বিএনপির যেসব নেতাকর্মীর যাওয়ার কথা তারা ঠিকই বিকল্প পথে চলে গেছেন।’

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘পরিবহন ধর্মঘটের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। বাস মালিক সমিতিতে বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টি সব দলের নেতারা রয়েছেন। তারা তাদের দাবি আদায়ে ধর্মঘট ডেকেছেন। এর সঙ্গে আওয়ামী লীগকে জড়ানোর সুযোগ নেই। জনসমাবেশে লোক জড়ো করতে পারবে না বুঝে এসব কথা বলে অগ্রিম ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি।’

উল্লেখ্য, রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আগামী ৩ ডিসেম্বর বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। কিন্তু এর আগেই ১০ দাবিতে আজ থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। ভোর ৬টা থেকে বিভাগের সব জেলার বাস-ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিশ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
শাহবাগে গণজমায়েত: যান চলাচল বন্ধে ভোগান্তি
সর্বশেষ খবর
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি