X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০ মিনিট সময় বাঁচাতে গিয়ে ৩ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ২১:৩৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ২১:৩৯

নাটোরের লালপুর উপজেলায় ১০ মিনিট সময় বাঁচাতে গিয়ে প্রাণ গেলো তিন জনের। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, গোপালপুর বাজার রেলগেট থেকে পৌর এলাকার নারায়ণপুর ও কেশবপুর যাওয়ার পৃথক রাস্তা রয়েছে। রেলগেট থেকে মাজার মোড় হয়ে বিএম কলেজের পাশ দিয়ে নারায়ণপুর ও কেশবপুর যাওয়া যায়। এই রাস্তা দিয়ে হেঁটে নারায়ণপুর যেতে সময় লাগে ২০ মিনিট। কিন্তু মানুষজন এই রাস্তা দিয়ে না গিয়ে কয়েক মিনিট সময় বাঁচাতে রেললাইন দিয়ে হেঁটে যান। রেললাইন ধরে রেলগেট পার হয়ে নারায়ণপুর যাওয়ার পাশে রয়েছে একটি পুকুর। ওই পুকুরের পাড় দিয়ে নারায়ণপুর ও কেশবপুর যান অনেকে। এতে সময় লাগে ১০ মিনিট। ফলে বেঁচে যায় ১০ মিনিট। কিন্তু রেললাইন দিয়ে যাওয়ার ফলে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও অনেকে যাতায়াত করেন। এজন্য ঘটে দুর্ঘটনা। এই দুর্ঘটনায় শনিবার দুপুরে তিন জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুদিক থেকেই আসছিল ট্রেন, কাটা পড়ে প্রাণ গেলো ৩ জনের

তারা হলেন—কেশবপুর গ্রামের জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) এবং একই গ্রামের মুনজুর রহমানের স্ত্রী সাথী আক্তার (৩৫)।

ঈশ্বরদীর জিআরপি থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, ‘গোপালপুর বাজার রেলগেট পার হয়ে প্রায় ২০০ গজ পশ্চিমে দুটি রেলক্রসিং করায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। ওই স্থানে দুর্ঘটনায় আজ তিন জনের মৃত্যু হয়েছে।’

গোপালপুর রেলক্রসিংয়ে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে

লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘রাজশাহী থেকে ঈশ্বরদীগামী মালবোঝাই ট্রেন আসছিল। ওই ট্রেনের হর্ন শুনে তারা পাশের লাইনে যান। এ সময় ওই লাইনে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসে। এতে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।’

পরিবারের বরাত দিয়ে গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, ‘মুনতাজ মাস্টার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, জমির উদ্দিনের গোপালপুর রেলগেটের পাশে ফার্নিচার তৈরি ও বিক্রির দোকান রয়েছে। তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন।

সাথী আক্তার স্থানীয় ব্যাংক এশিয়ায় চাকরি করেন। শনিবার অফিস বন্ধ থাকায় বাজার করে বাড়ি ফিরছিলেন। তার দেড় বছরের এক ছেলেসন্তান রয়েছে। ঘটনার সময় পাশের একটি দোকানে বসা অবস্থায় সাথীর মৃত্যুর খবর পান স্বামী।

মেয়র রোকসানা মোর্ত্তজা বলেন, ‘তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ১০ মিনিট সময় বাঁচাতে এভাবে জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয় কারও। রেললাইন দিয়ে চলাচল না করে মাজার মোড় হয়ে যাতায়াত করলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।’

/এএম/
সম্পর্কিত
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা