X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবাসিক হোটেলটিতে গেলেই গোপন ক্যামেরায় ধারণ করা হতো ভিডিও

রাজশাহী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ২২:০৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২৩:০৬

রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলের রুমে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে এক শিক্ষার্থী দম্পতিকে ব্ল্যাকমেলের অভিযোগে হোটেলের ম্যানেজারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত নিউ পপুলার-২ নামক ওই আবাসিক হোটেলের দুজনকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। এর আগেও এ ধরনের বেশকিছু ঘটনা ঘটেছে এখানকার আবাসিক হোটেলগুলোতে।

গ্রেফতার দুজন হলেন- হোটেল ম্যানেজার শরিফ উদ্দিন (২৮) এবং হোটেল বয় আব্দুল নূর (১৯)। শরিফ উদ্দিনের বাড়ি নওগাঁর পোরশায়। আব্দুল নূরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।

জানা গেছে, লক্ষ্মীপুর জনগুরুত্বপূর্ণ এলাকা। এখানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ও অসংখ্য বেসরকারি হাসপাতাল থাকায় রোগী ও স্বজনরাই এসব আবাসিক হোটেলে বেশি আসেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে রাতে ওই হোটেলে ওঠেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হোটেলে ওঠার কিছু সময় পর শরিফ ও নূর গিয়ে দরজায় কড়া নাড়েন। তারা অতিরিক্ত অর্থ দাবি করেন। এ সময় দিতে না চাইলে, হোটেল কক্ষের ভেতরে থাকা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে। ওই রাতেই দুই শিক্ষার্থী হোটেল থেকে পালিয়ে যান।

কিন্তু পরদিন অভিযুক্ত দুজন দফায় দফায় তাদের কল করে তিন লাখ টাকা দাবি করেন। পরে বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে জানান ভুক্তভোগী যুবক।

ওই ছাত্রলীগ ওই নেতা জানান, বিষয়টি জানতে পেরেই তিনি ওই হোটেলে আসেন। এসে তাদের ফোন চেক করে অবাক হয়েছে। শুধু যে এই শিক্ষার্থী দম্পতির ভিডিও নয়। আরও অনেক সাধারণ মানুষের ভিডিও করে রেখেছে তারা। যেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করে অর্থ দাবি করেছে। পরে তিনি পুলিশকে জানালে এর সত্যতা পেয়ে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী হোটেলের মালিকসহ পাঁচ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের  চেষ্টা চলছে। এ ছাড়া আরও কতজন এ ধরনের ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন- সেটিরও তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা গায়েব করা ৩ জন গ্রেফতার
বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত
জেলে থাকা নেতাদের পরিবার থেকে টাকা নেওয়ার অভিযোগে শ্রমিকদল নেতাকে অব্যাহতি
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’