X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আবাসিক হোটেলটিতে গেলেই গোপন ক্যামেরায় ধারণ করা হতো ভিডিও

রাজশাহী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ২২:০৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২৩:০৬

রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলের রুমে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে এক শিক্ষার্থী দম্পতিকে ব্ল্যাকমেলের অভিযোগে হোটেলের ম্যানেজারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত নিউ পপুলার-২ নামক ওই আবাসিক হোটেলের দুজনকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। এর আগেও এ ধরনের বেশকিছু ঘটনা ঘটেছে এখানকার আবাসিক হোটেলগুলোতে।

গ্রেফতার দুজন হলেন- হোটেল ম্যানেজার শরিফ উদ্দিন (২৮) এবং হোটেল বয় আব্দুল নূর (১৯)। শরিফ উদ্দিনের বাড়ি নওগাঁর পোরশায়। আব্দুল নূরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।

জানা গেছে, লক্ষ্মীপুর জনগুরুত্বপূর্ণ এলাকা। এখানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ও অসংখ্য বেসরকারি হাসপাতাল থাকায় রোগী ও স্বজনরাই এসব আবাসিক হোটেলে বেশি আসেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে রাতে ওই হোটেলে ওঠেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হোটেলে ওঠার কিছু সময় পর শরিফ ও নূর গিয়ে দরজায় কড়া নাড়েন। তারা অতিরিক্ত অর্থ দাবি করেন। এ সময় দিতে না চাইলে, হোটেল কক্ষের ভেতরে থাকা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে। ওই রাতেই দুই শিক্ষার্থী হোটেল থেকে পালিয়ে যান।

কিন্তু পরদিন অভিযুক্ত দুজন দফায় দফায় তাদের কল করে তিন লাখ টাকা দাবি করেন। পরে বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে জানান ভুক্তভোগী যুবক।

ওই ছাত্রলীগ ওই নেতা জানান, বিষয়টি জানতে পেরেই তিনি ওই হোটেলে আসেন। এসে তাদের ফোন চেক করে অবাক হয়েছে। শুধু যে এই শিক্ষার্থী দম্পতির ভিডিও নয়। আরও অনেক সাধারণ মানুষের ভিডিও করে রেখেছে তারা। যেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করে অর্থ দাবি করেছে। পরে তিনি পুলিশকে জানালে এর সত্যতা পেয়ে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী হোটেলের মালিকসহ পাঁচ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের  চেষ্টা চলছে। এ ছাড়া আরও কতজন এ ধরনের ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন- সেটিরও তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
সর্বশেষ খবর
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক