X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন প্রজন্মের কাছে আলোর দিশারি ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স’

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১৮ মে ২০২৩, ১০:৪১আপডেট : ১৮ মে ২০২৩, ১১:২৪

রাজশাহীর বাগমারা উপজেলায় নির্মাণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স’। ছয় তলা বিশিষ্ট অত্যাধুনিক কমপ্লেক্সটি দেশে আওয়ামী লীগের প্রথম ডিজিটাল কার্যালয়। এর আগে এ ধরনের কোনও কার্যালয় দেশে স্থাপিত হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাসসহ বিভিন্ন তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা হয় কমপ্লেক্সটি।

বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ পৌর বাজারের চাঁনপাড়ায় স্থাপিত হয়েছে এই জাদুঘর কমপ্লেক্স। ২০০৮ সালের ডিসেম্বরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের উদ্যোগে এ ভবনটি নির্মাণ করা হয়। ভবানীগঞ্জ তাহেরপুর সড়কের পাশে চাঁনপাড়ায় ১৩ শতক জমি কিনে ছয় তলা বিশিষ্ট নিজস্ব ভবনের নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এই ভবন নির্মাণের আগে ওই জমি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে রেজিস্ট্রি করে দেন। এরপরেই  শুরু হয় নির্মাণকাজ। সদস্য সংসদ এনামুল হকের সম্পূর্ণ নিজস্ব খরচে নির্মাণ করা হয়েছে ব্যয়বহুল ও অত্যাধুনিক এই কমপ্লেক্স। নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকেই এখানে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসছেন। বিশেষ করে তরুণ ও নতুন প্রজন্ম জানতে পারছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে।

রাজশাহীর বাগমারা উপজেলায় ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান রেখে আওয়ামী লীগের ডিজিটাল এই কার্যালয়টির নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স। এজন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমতিও নেওয়া হয়েছে। এখানে রয়েছে বহুবিধ কার্যক্রমের ব্যবস্থা।

ছয় তলা এই ভবনটির পঞ্চম তলায় রয়েছে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়। একইসঙ্গে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও এর সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের পৃথক পৃথক দফতর। শুধু তাই-ই নয়, কমপ্লেক্সটির দ্বিতীয় তলায় রয়েছে ‘সালেহা-ইমারত মিলানায়তন’। দক্ষ জনশক্তি তৈরি করতে ভবনটির একটি তলায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া তিন তলায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ইতিহাসসহ বিভিন্ন তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেখানে রয়েছে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের স্মৃতিময় ভাস্কর্য এবং দুর্লভ সব ছবি।

‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স’

আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং উভয়ের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করতে কমপ্লেক্সটি ভূমিকা রাখছে। এলাকার জনগণ তাদের সমস্যা যাতে সংসদ সদস্যকে কিংবা দলীয় প্রধানদের জানাতে পারেন সেজন্য এখানে একটি হেল্প ডেস্কেরও ব্যবস্থা রাখা হয়েছে। ভবনটির বিভিন্ন তলায় দ্রুত ওঠা-নামার জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। এখানে দিনে-রাতে পর্যায়ক্রমে তিন থেকে চার জন দায়িত্বে রয়েছেন। তারাই এর রক্ষণাবেক্ষণের কাজ করেন। এর ব্যয়ভারও বহন করেন সংসদ সদস্য এনামুল হক নিজেই। তবে ভবনটি উদ্বোধনের পর থেকে এলাকার জনগণ যে কোনও সমস্যার কথা তাদের জানালে তাৎক্ষণিক তা সমাধানের জন্যে সংশ্লিষ্ট শাখায় তা পাঠানো হয়ে থাকে।

২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্সটির উদ্বোধন করেন। ভবনটি উদ্বোধনের পর এখানে থেকে প্রতি সপ্তাহের একটি তালিকা তৈরি করে তা স্থানীয় সংসদ সদস্যের কাছে পাঠানো হয়। এখানে সরকারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড এলাকাবাসীর সুবিধার জন্য বোর্ডে লিপিবদ্ধ থাকে। এমনকি এলাকার কী কী কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে কী কী কাজ করা হবে তারও একটি তালিকা সাঁটানো থাকে। এতে করে উপজেলাবাসীর কাছে স্পষ্ট হয় কোন উন্নয়নমূলক কাজটি এবার বাস্তবায়ন হচ্ছে, কোনটি আগামী বছর কিংবা তারপরে হবে সেটাও জানতে পারবেন এলাকার লোকজন। তাছাড়াও ভবনটির অন্যান্য তলায় হোটেল-রেস্টুরেন্টসহ যাবতীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

বর্তমানে এই কমপ্লেক্সের বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে চলেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী। বাগমারা উপজেলার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা, মেঘনা, সালেহা-ইমারত গার্লস একাডেমির শিক্ষার্থী সুমাইয়া,  মারুফাসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে গিয়ে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে। অনেক ছবি রয়েছে। যেগুলো আগে কখনও দেখেনি তারা। এই কমপ্লেক্স উপজেলা পর্যায়ে করা খুব ভালো উদ্যোগ বলে তারা মনে করে।

বাগামারা উপজেলার কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিদুল ইসলাম বলেন, এই জাদুঘর হওয়ার ফলে দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস  আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স  বড় ভূমিকা রাখছে। আগামীতে তা অব্যাহত থাকবে।

বাগমারায় আওয়ামী লীগের প্রথম ডিজিটাল কার্যালয়ে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স’

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান টুকু বলেন, এই জাদুঘর একটা মাইল ফলক। নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রতিষ্ঠাতা বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এনামুল হক বলেন, আমি আজীবন জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। প্রত্যন্ত এলাকার আপামর জনসাধারণ স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী প্রজন্ম যেন বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারে সে লক্ষ্যেই এটি তৈরি করা হয়।

/এফএস/
সম্পর্কিত
আওয়ামী লীগ সমর্থন করা গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবেন: আমির খসরু
কেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে না, আসিফ স্যার জবাব দিন: হাসনাত আব্দুল্লাহ
রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য
সর্বশেষ খবর
কাঙ্ক্ষিত সেবার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার
কাঙ্ক্ষিত সেবার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম , দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আলটিমেটাম , দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
দাবি আদায়ে হাইকোর্টের সামনে কারিগরি শিক্ষার্থীরা
দাবি আদায়ে হাইকোর্টের সামনে কারিগরি শিক্ষার্থীরা
শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’
শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’
সর্বাধিক পঠিত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ