X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করা নারীকে ফেরত চাইছেন ভারতীয় স্বামী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২৩, ১৯:০৭আপডেট : ২৩ জুন ২০২৩, ১৯:১০

প্রেমের টানে ভারত থেকে এসে বাংলাদেশের তরুণকে বিয়ে করা নারীর ভারতীয় স্বামী তার স্ত্রীকে ফেরত চাইছেন। ভারত থেকে আসা নার্গিসা বেগমের (২৮) সঙ্গে গত ১ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার দাদপুর গ্রামের জুয়েল সরকারের (২৪) বিয়ে হয়। আর স্ত্রীকে ফিরে পেতে বাংলাদেশে ছুটে এসেছেন তার স্বামী ফজলুর রহমান মীর। শুক্রবার (২৩ জুন) দুপুরে উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২২ জুন) বিকালে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা ফজলুর রহমান মীর স্ত্রীকে ফিরিয়ে নিতে উল্লাপাড়া থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

তার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্রে স্বামী ও আট বছরের সন্তানকে রেখে বাংলাদেশে আসেন নার্গিসা। এখানে এসে অবিবাহিত পরিচয়ে উল্লাপাড়ার দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েলকে বিয়ে করেন। বাংলাদেশে এসে নিজের নাম নাইসা মল্লিক নামে পরিচয় দিয়েছেন ওই নারী। গত ১ জুন তাদের বিয়ে হয়। তবে ওই নারীর দাবি, তিনি ভারত থেকে স্বামীকে ডিভোর্স দিয়ে এসেছেন।

এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার দুয়েক দিন পরই ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসে। সে দেশে প্রকাশিত খবরে বলা হয়, ১২ বছর আগে বাঁকুড়া জেলার ফজলুর রহমান মীরের সঙ্গে বিয়ে হয় দানগড় ধারেশা মল্লিক পাড়ার বাসিন্দা নার্গিসা বেগম মল্লিকের। তাদের আট বছর বয়সী একটি সন্তানও রয়েছে। হঠাৎ নিখোঁজ হন তিনি। এই মর্মে দমদুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন স্বামী।

জুয়েলের বাবা ইরান সরকার বলেন, ‘আমরা তো এত কিছু জানতাম না। ভেবেছিলাম মেয়েটি অবিবাহিত। আমার ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পর জানতে পারি, ভারতে তার স্বামী ও সন্তান আছে। যেভাবেই হোক মেয়েটি এখানে এসেছে বাংলাদেশের আইন মোতাবেক বিয়েও হয়েছে। আমাদের কোনও আপত্তি নেই। আমরা তাকে ত্যাগ করতে পারি না। তবে ভারত থেকে আসা স্বামীর সঙ্গে যদি যেতে চায়, আমাদের কোন কিছু করার নেই।’

উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়ন পরিষদের সদস্য এবাদুল ইসলাম বলেন, ‘গতকাল ভারত থেকে ওই নারীর সাবেক স্বামী এসেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা হচ্ছে। তবে ভারতের স্বামীর সঙ্গে ওই নারী যেতেও চাচ্ছে না।’

এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘নার্গিসার ভারতীয় স্বামী ও এক নারী কাউন্সিলর থানায় আসেন। তিনি বলেন, ‘‘আমার স্ত্রী আমার সঙ্গে যেতে চায়, আপনারা একটু সহযোগিতা করেন’’। পরে তার বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একই সময় জুয়েল সরকারকে স্থানীয় চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। তিনি চেয়ারম্যানকে বলেন, ‘‘যদি স্ত্রী যেতে চায় তাহলে কোনও আপত্তি নেই’’। পরে ভারত থেকে আসা নারীর সঙ্গে পুলিশ কথা বলে জানতে পারে, তার ভিসা, পাসপোর্ট, ডিভোর্স ও বিয়ের কাগজপত্র আছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ওই নারী পুলিশের কাছে দাবি করেছেন, তার ভারতীয় স্বামী ফজলুর রহমান মীর আগেও একটা বিয়ে করেছেন। তার বড় বড় সন্তান রয়েছে। প্রতিনিয়তই মদ্যপ হয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তাকে ডিভোর্স দিয়ে বৈধ পথে এখানে এসে জুয়েল সরকারকে বিয়ে করেছেন।’

ওসি আরও বলেন, ‘আমরা বিষয়গুলো তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের‌ কাছে পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প