X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নজর কাড়ছে ‘চিতা’, দাম ১৫ লাখ

রাজশাহী প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ১৯:৩৪আপডেট : ২৪ জুন ২০২৩, ১৯:৩৪

চলতি ঈদ বাজারে সবার নজর কাড়ছে রাজশাহীর ‘চিতা’ নামের গরুটি। আদর করে এটির নাম চিতা রাখা হয়েছে। দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাহিষ্যপাড়া গ্রামের সুজিত চন্দ্র সরকার তিন বছর ধরে গরুটি লালনপালন করছেন।

ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন ২০ মণ বলে জানালেন মালিক সুজিত সরকার। ক্রেতাকে বাড়ি থেকে কিনতে হবে গরুটি। এটি ১০ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উচ্চতা।

এ ছাড়া তার খামারে দুই বছর বয়সী ‘রোদ’, ‘বৃষ্টি’ ও ‘মেঘ’ নামে আরও তিনটি গরু রয়েছে। এর মধ্যে রোদের দাম সাড়ে ছয় লাখ, বৃষ্টির দাম সাড়ে পাঁচ লাখ এবং মেঘের দাম পাঁচ লাখ টাকা চাচ্ছেন সুজিত।

গরুগুলোর পেছনে দৈনিক খরচের বর্ণনা দিয়ে সুজিত সরকার বলেন, ‘সংসার পরিচালনার পাশাপাশি গরু লালনপালন করছি। প্রতিদিন চিতার খাবারে ব্যয় হয় ৪৫০-৫০০ টাকা। একইভাবে ৩০০-৩৫০ টাকা রোদ, বৃষ্টি ও মেঘের পেছনে খরচ হয়। আমার অনুপস্থিতিতে মা রেখা রানি ও স্ত্রী মুক্তি রানি সরকার গরুগুলো দেখভাল করেন। আদর করে গরুগুলোর এসব নাম রেখেছেন আমার মা। সবগুলো গরুকে আলাদা নামে ডাকা হয়। এরই মধ্যে অনেকে গরুগুলো কেনার আগ্রহ দেখিয়েছেন। তবে দামে না মেলায় এখনও বিক্রি করিনি।’

‘বৃষ্টির’ দাম সাড়ে পাঁচ লাখ

গরুগুলোর দৈনিক খাবারের বর্ণনা দিয়ে সুজিতের মা রেখা রানি সরকার বলেন, ‘সবগুলো গরু ফ্রিজিয়ান জাতের। কাঁচা ঘাস, গমের ভুসি, ভাত, চিটাগুড়, খড় ও খৈল খাওয়ানো হয়। গরুগুলোকে নিয়মিত শ্যাম্পু দিয়ে গোসল করাতে হয়। সবসময় ফ্যান চালিয়ে রাখতে হয়।’

বাগমারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব বলেন, ‘উপজেলায় অনেকগুলো বড় গরু রয়েছে। সেগুলো বাড়ি থেকে বিক্রির জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে গরুগুলোর ছবি দিয়েছি। আশা করছি, সবগুলো গরু বিক্রি হয়ে যাবে।’

/এএম/
সম্পর্কিত
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!