X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম তৈরি করা হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ১৯:০৯আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৯:০৯

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে দেশে ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য ধারণক্ষমতা সম্পন্ন খাদ্যগুদাম রয়েছে। তা বাড়িয়ে ৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে  আরও অতিরিক্ত ফসল কিনে পণ্যের নায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।

রবিবার (২ জুলাই) দুপুর ১টায় মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর এলাকায় ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতার নবনির্মিত খাদ্য গুদামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর রহমান, মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব প্রমুখ।

খাদ্যমন্ত্রী বলেন, ১৫০০ কোটি টাকা ব্যয়ে সারাদেশে আরও ২০০টি প্যাডি সাইলো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত করছে। এর মধ্যে ইতোমধ্যেই ৩০টি সাইলো নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব সাইলো সম্পূর্ণভাবে ডিজিটালাইজড প্রক্রিয়ায় নির্মিত হচ্ছে। কৃষকরা ক্ষেত থেকে কাঁচা ধান সরাসরি এসব সাইলোতে দিলে প্রয়োজনীয় আদ্রতা নিশ্চিত হয়ে গুদামজাত হবে। এছাড়াও প্রতিটি গুদাম ডিজিটালাইজড করে সরকারের কঠোর নজরদারি বলবৎ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ নিয়েছেন তা বস্তবায়নের অংশ হিসেবে খাদ্য ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যেই এসব পরিকল্পনা সরকার হাতে নিয়েছে।

শিগগিরই নওগাঁয় একটি বাফার গুদাম নির্মাণের কাজ শুরু হবে জানিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেন, সান্তাহারে অবস্থিত বাফার গুদাম থেকে সার উত্তোলন করতে গিয়ে নওগাঁর সার ডিলারদের নানা রকম ভোগান্তির শিকার হতে হয়। কৃষিভিত্তিক জেলা নওগাঁর কৃষকদের সার সরবরাহের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খাদ্যমন্ত্রী ভোক্তাদের পলিশ করা চাল খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি মিলারদের চাল পলিশ প্রক্রিয়া থেকে মুক্ত থাকতে পরামর্শ দিয়েছেন। পলিশ করলে চালের প্রচুর অপচয় ঘটে বলে জানান মন্ত্রী।

 

/এফএস/
সম্পর্কিত
ভেঙে ফেলা হলো নওগাঁ আ.লীগের কার্যালয়, সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে আগুন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে মামলা
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ