X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

রাজশাহী বিভাগে বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ জনের

রাজশাহী প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ২১:৩৭আপডেট : ০২ জুলাই ২০২৩, ২১:৩৭

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে কিশোরসহ তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুই বন্ধু মিলে বোনের বাসা থেকে যাওয়ার পথে বজ্রাঘাতে আতিক হাসান জয় (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়। সে নগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম শেখপাড়া এলাকার জিয়ারুলের ছেলে।

রবিবার (২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে পবা উপজেলার নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। এতে নবনির্মিত ব্রিজটিতেও ফাটল দেখা দিয়েছে। আর ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থলেই জয়ের বন্ধু এমরান হোসেন সিয়াম ছিল। তবে তার কিছু হয়নি। 

প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, তারা দুই বন্ধু মিলে মোটরসাইকেলে ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় তারা বাইকটি ব্রিজের ওপর দাঁড় করান। জয় মোবাইল ফোনে কথা বলতে বলতে তার থেকে একটু দূরে যায়। তখন আকস্মিক বজ্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই নিস্তেজ হয়ে যায়।

আরএমপির বিমানবন্দর থানার ওসি এমরান হোসেন সিয়ামের বরাত দিয়ে জানান, জয় একটু দূরে গিয়ে মোবাইলে কথা বলছিল। আর সিয়াম মোটরসাইকেলের পাশে দাঁড়িয়েছিল। এ সময় বজ্রাঘাতে জয়ের মৃত্যু হয়। তবে সিয়াম সুস্থ আছে। আর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

এদিকে, বজ্রাঘাতে আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে জহিরুল ইসলাম (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত আব্দুর সাত্তারের ছেলে।

এ ছাড়া নওগাঁর বাগাতিপাড়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম বোরহান কবির শপথ (৩৫)। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান কবির পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর মিল্কিপাড়া এলাকার আবু সোলাইমান বাবলুর ছেলে।

মৃতের স্বজনরা জানান, শ্বশুরবাড়ি বেড়াতে এসে শখ করে গোলরক্ষক হিসেবে ফুটবল খেলতে গিয়েছিল সে। মাঠের এক পাশে বোরহান কবির একা থাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন স্কুলশিক্ষার্থীসহ প্রাণ গেলো ৪ জনের
যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দুই ভাইয়ের
পদ্মার চরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল