X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামীকে আটক

জয়পুরহাট প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ২২:৩৫আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২:৩৬

গৃহবধূকে মারধর করে নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। নির্যাতনের পর ভুক্তভোগীকে বাবার বাড়িতে রাখতে গেলে তার স্বামীকে আটকে রাখে শ্বশুরবাড়ির লোকজন। মেয়েকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ায় এর বিচার দাবি করেন তারা। শনিবার (২২ জুলাই) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে অভিযুক্তকে আটকে রাখে।

ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা জানান, প্রায় ছয় বছর আগে জয়পুরহাট সদর উপজেলার পুরনাপৈল ইউনিয়নের শাল গ্রামের মুমিন হোসেনের ছেলে জাহাঙ্গীরের সঙ্গে পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের হাসান আলীর মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকে নির্যাতন চলতে থাকে তার ওপর। তাদের দুটি সন্তানও জন্ম নেয়। শুক্রবার  রাত সাড়ে ১০টার দিকে আবারও স্বামী জাহাঙ্গীর, শাশুড়ি জায়েদা বেগম ও ননদ মুর্শিদা বাড়ির দরজা বন্ধ করে গলায় দড়ি পেঁচিয়ে মারধর করে ব্লেড দিয়ে মাথার চুল কেটে ফেলে।

ভুক্তভোগী বলেন, এতদিন শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সব নির্যাতন সহ্য করেছি। ভেবেছিলাম, একদিন হয়তো আমার স্বামী ভালো হবে। কিন্তু  আবারও স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গলায় দড়িয়ে পেঁচিয়ে মারধর ও নির্যাতন করতে থাকে। এরপর ব্লেড দিয়ে আমার মাথার চুলও কেটে দেয়। পরে আমার শ্বশুর এসে আমাকে বাঁচায়। আজ আমাকে দুই সন্তানসহ বাবার বাড়িতে রাখতে এলে আমার মা-বাবাসহ প্রতিবেশীরা এই অবস্থা দেখে আমার স্বামীকে আটক করে রেখেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগীর মা জরিনা বেগম বলেন, মেয়ের সুখের কথা ভেবে মেয়েকে সব কিছুই দিয়েছি। কিন্তু বিয়ে দেওয়ার পর থেকেই আমার মেয়েটাকে মারধর করছে। মেয়েকে নির্যাতন ও মাথার চুল কাটার সুষ্ঠু বিচার চাই।

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!