জয়পুরহাট সদরের পেঁচুলিয়া গ্রামে শুভ্রতন হারাধন নামে আট বছরের এক শিশুকে অপহরণের মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আব্দুল মোক্তাদির এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুপদ দাস, ইউসুফ খাঁন, আব্দুল আজিজ ও তনু মোল্লা। এর মধ্যে সুপদ দাস ছাড়া বাকিরা পলাতক।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্র নাথ মন্ডল।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ জুলাই বিকালে জয়পুরহাট সদর উপজেলার পেঁচুলিয়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে শুভ্রতন বাইরে খেলছিল। এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুর চাচা স্বপন সরকার সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর একটি মোবাইল ফোনে অপহরণ করা হয়েছে বলে তিন লাখ টাকা মুক্তিপণ চেয়ে সাত দিনের সময় বেঁধে দেন।
তাদের দাবি করা টাকা না দিলে শিশুটিকে খুন করার হুমকি দেন। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে এবং আসামিদের শনাক্ত করে আটক করেন। পরে তারা জামিন নিলে সুপদ দাস ছাড়া বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই রাসেল মাসুদ ২০১১ সালের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
মামলার সরকার পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি ফিরোজা চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ শুনানিতে পাঁচ সাক্ষীর সাক্ষ্যতে আদালতের বিচারক মঙ্গলবার বিকালে এ রায় দেন। এ রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ খুশি।