X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই নারী স্বামীসহ গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০২৩, ২০:১৭আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৩:৫১

প্রেমের টানে ভারতে স্বামী-সন্তান রেখে বাংলাদেশে এসে বিয়ে করা ভারতীয় নারী ও তার বাংলাদেশি স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় নারীর সাবেক স্বামীর করা মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১ আগস্ট) সকালে উপজেলার বালসাবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ৩০ জুলাই তাদের বিরুদ্ধে মামলা করেন ওই নারীর সাবেক স্বামী।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে এসে প্রেমিককে বিয়ে করা ভারতীয় ওই নারীর সাবেক স্বামীর করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় এই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে ভারতীয় স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক রেখেই বাংলাদেশের প্রেমিককে বিয়ে করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার ভারতীয় স্বামীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে আসার অভিযোগে মামলা রয়েছে।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, গত ৩০ জুলাই ওই নারীর সাবেক স্বামী প্রতারণা, অর্থ আত্মসাৎ ও তিনি এখানে আসলে তাকে ভয়ভীতি প্রদর্শন করে মর্মে থানায় মামলা করেন। সেই মামলাতেই তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১ জুন প্রেমের টানে ওই ভারতীয় তরুণী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসে বাংলাদেশি তরুণকে বিয়ে করেন। এরপর গত ২২ জুন স্ত্রীকে ফিরে পেতে ভারত থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসেন ওই নারীর স্বামী। তবে স্ত্রী যেতে রাজি না হওয়ায় ভারতে ফিরে যান তিনি।

/আরআর/
সম্পর্কিত
ফেসবুক স্টোরিতে লালনের গান, সেই ব্যক্তি জামিনে মুক্ত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সর্বশেষ খবর
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?