X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হত্যার পর লাশ ফেলে দেয় ট্রাকের নিচে, সড়ক দুর্ঘটনা বলে প্রচার

রাজশাহী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ১৩:৩৭আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৩:৩৭

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় হত্যার ঘটনাকে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়েও রক্ষা পায়নি আসামিরা। এ ঘটনায় চার আসামিকে গ্রেফতার করে পবা থানা পুলিশ। আসামি সজল খুনের দায় স্বীকার করে বৃহস্পতিবার (৩ আগস্ট) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা।

গ্রেফতার আসামিরা হলো- সবুজ আলী (২৮), কাওসার আলী (৪২), সজল আহমেদ (২৮) ও সুইটি খাতুন (২২)। সবুজ আলী রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে, কাওসার আলী পবা থানার মহানন্দাখালী গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে, সজল একই এলাকার মৃত শহিদুল্লাহ-এর ছেলে ও তার স্ত্রী সুইটি।

রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই দুপুর সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশ নওহাটা দুয়ারীগামী রাস্তায় মধ্যবয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। লাশের প্যান্টের পকেটে কোভিড-১৯ টিকা কার্ড পাওয়া যায়।

টিকা কার্ড দেখে জানা গেছে, মৃতের নাম সুলতান আলী। তিনি রাজশাহী জেলার বাঘা থানার আড়ানী গ্রামের নবীর আলীর ছেলে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সময় লাশের কপালের বাম পাশে ও গলায় আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ হলে পুলিশ লাশের ময়নাতদন্ত করায়। গত ২২ জুলাই ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গেছে সুলতানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মৃত সুলতানের স্ত্রী অজ্ঞাত কয়েক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দিলে গত ২৪ জুলাই পবা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান ও তার টিম মামলার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন। গত ২৪ জুলাই আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করে। 
তিনি বলেন, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত আসামি সজল ও তার স্ত্রী সুইটির রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে সোপর্দ করলে সজল খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ কর্মকর্তা রফিকুল আলম জানান, গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুলতান ঢাকার একটি গার্মেন্টে চাকরির সুবাদে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। দুই মাস আগে মোবাইল ফোনে আসামি সজলের স্ত্রী সুইটির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে দেখা করার জন্য প্রায়ই সুইটিকে প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হলে তার তিন বছরের বাচ্চার ক্ষতি করার হুমকি দেন। সুইটি বিষয়টি তার স্বামী সজলকে জানালে শায়েস্তার পরিকল্পনা করে।

তিনি জানান, পরিকল্পনা মোতাবেক আসামি সজল তার স্ত্রী সুইটির মাধ্যমে সুলতানকে রাজশাহীতে দেখা করার জন্য আসতে বলে। গত ১ জুলাই দেখা করার জন্য রাজশাহীতে আসে। তখন পবা ও তানোর থানার সীমান্তবর্তী নাইস গার্ডেনে নিয়ে আসে। সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে পরিকল্পনা মোতাবেক সজল, তার বন্ধু সবুজ ও চাচা আনারুলকে সঙ্গে নিয়ে গার্ডেনে ঢুকে সুলতানকে জোরপূর্বক অটোরিকশায় করে নওহাটার দিকে নিয়ে যায়। এ সময় আসামিরা তাকে মারধর করে এবং তার পরিবারের লোকজনদের আসতে বলে। এতে রাজি না হলে দুপুর ৩টায় পবা থানার বাগসারা বাজার পার হয়ে ফাঁকা জায়গায় অটোরিকশায় হাত, পা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও বলেন, হত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য দুর্ঘটনার নাটক সাজায়। সেই মোতাবেক তারা রাস্তায় চলন্ত ট্রাক খুঁজতে থাকে। এ সময় অপরদিক থেকে একটি ট্রাক আসতে দেখে লাশ ট্রাকের সামনে ফেলে দেয়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সুলতানের মাথায় জখম হলে আসামিরা পালিয়ে যায়। আশপাশের সাধারণ লোকজন ঘটনাস্থলে এসে ট্রাকের সঙ্গে ইজি বাইকের দুর্ঘটনার কারণে সুলতান মারা গেছে বলে পবা থানা পুলিশকে খবর দেয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড