X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হুমকির দেড় মাসের মাথায় হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেতা, নেপথ্যে ‘সাগর বাহিনী’

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৭

বগুড়ার শাজাহানপুর উপজেলায় হুমকি পাওয়ার দেড় মাসের মাথায় হত্যাকাণ্ডের শিকার হলেন আওয়ামী লীগ নেতা শাহজালাল তালুকদার পারভেজ। উপজেলার চিহ্নিত সন্ত্রাসী সাগর তালুকদার দেড় মাস আগে তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। সাগরের বিরুদ্ধে করা একটি মামলার সাক্ষী হন পারভেজের বড় ভাই নুরুজ্জামান তালুকদার পান্নু। এর জেরে হত্যার হুমকি দিয়েছিলেন তিনি। সাগর বর্তমানে কারাগারে থাকলেও তার বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

নিহত শাহজালাল তালুকদার পারভেজ (৪৬) শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল হাটখোলাপাড়ার সাবেক ইউপি সদস্য মনসুর রহমান তালুকদার মন্টুর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বগুড়া সদরের কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে শাজাহানপুর থানায় মামলা করেছেন পারভেজের স্ত্রী শামসুন নাহার। সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে মামলার আসামি করা হয়। এরই মধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাক্ষী হওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সাগর তালুকদারের বাহিনীর লোকজন।  

গ্রেফতারকৃতরা হলেন আশেকপুর ইউনিয়নের সাবরুল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে উজ্জ্বল হোসেন (৪০) ও একই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী ও সাগরের বোন রোখসানা (৩৫)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবরুল গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাগর তালুকদার ও ফুলতলার সরকারপাড়ার আলম হোসেনের ছেলে মো. পারভেজের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আওয়ামী লীগ নেতা পারভেজের। বড় ভাই মামলার সাক্ষী হওয়ায় পারভেজকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন তারা। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন পারভেজ। মাথাইলচাপড় ফকিরপাড়ায় সুমন ফকিরের বাড়ির সামনে পৌঁছালে সাগর তালুকদারের বাহিনীর সদস্যরা তার পথরোধ করেন। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। আত্মরক্ষায় তিনি দৌড়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে গিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা। ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করলে শনিবার রাতে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজের স্ত্রী শামসুন নাহার সাত মাসের অন্তঃসত্ত্বা। তাদের দুই মেয়েসন্তান আছে। এরমধ্যে বড় মেয়ে সারাহ তালুকদার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ও ছোট মেয়ে সাবাহ তালুকদার স্থানীয় স্কুলে কেজিতে পড়ে। স্বামীর মৃত্যুতে সন্তানদের নিয়ে অসহায় শামসুন নাহার।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় সাবরুল বাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব উদ্দিন বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলার প্রধান আসামি ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর তালুকদার। মামলাটির সাক্ষী হন নিহত পারভেজের বড় ভাই নুরুজ্জামান তালুকদার পান্নু। এর জের ধরে গত ২৩ জুলাই পান্নুকে জামতলা থেকে তুলে নিয়ে যান সাগরের লোকজন। তাকে দেছমা গ্রামে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। তখন সাগর বলেছিলেন, বাবু হত্যা মামলার সাক্ষী হওয়ায় তোর (পান্নু) পায়ে চাকু মেরে ছেড়ে দিলাম। এরপরও সাক্ষ্য দিলে তোর ছোট ভাই পারভেজের হাতের কবজি কেটে হত্যা করবো। এই হুমকির দেড় মাসের মাথায় পারভেজ খুন হন।

নুরুজ্জামান তালুকদার পান্নু বলেন, ‘বাবু হত্যা মামলার সাক্ষী না হলে আমার ভাইকে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। সন্ত্রাসী সাগর কারাগারে বসে আমার ভাইকে হত্যার নির্দেশ দিয়েছেন। নির্দেশমতো হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বাহিনী। এর আগে হুমকির বিষয়টি পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি।’

সাগর কারাগারে বসে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হযরত আলী মাস্টার। তিনি বলেন, ‘সাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার নামে সাগর বাহিনী রয়েছে। বাহিনীর সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাগর কারাগারে বসে আমাকেও হত্যা হুমকি দিয়েছেন।’

হযরত আলী মাস্টার আরও বলেন, ‘গত আগস্ট মাসে উপজেলায় আইনশৃঙ্খলা সভায় ৯ ইউনিয়নের চেয়ারম্যান সাগর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। অথচ প্রতিকার চাওয়ার বিষয়টি সাগরের কানে দেওয়া হয়েছে। সাগর বড় ধরনের কোনও অপকর্ম ঘটানোর আগে যেকোনও একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে চলে যায়; যাতে কেউ বুঝতে না পারে হত্যাকাণ্ডে জড়িত সে। হত্যাকাণ্ডের পর আবার কারাগার থেকে বেরিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।’

সাগর স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিলেও দলের কোনও পদে নেই বলে জানালেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। তিনি বলেন, ‘সন্ত্রাসী সাগর তালুকদার স্বেচ্ছাসেবক লীগের কোনও পদে নেই। অপকর্ম করে দলের নাম ব্যবহার করে। পুলিশকে সাগরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলেও নেয়নি। কেন নেয়নি, সেটা পুলিশ ভালো জানে।’  

এ ব্যাপারে জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‌‘হুমকি দেওয়ার পর পারভেজের পরিবারকে সাগরের বিরুদ্ধে মামলা করতে বলেছিলাম আমরা। কিন্তু মামলা দেয়নি। এক মাস আগে চাঁদাবাজির এক মামলায় সাগর কারাগারে গেছে। এখনও কারাগারে আছে। এরইমধ্যে পারভেজ হত্যাকাণ্ড ঘটলো। যদি তার নির্দেশে হত্যাকাণ্ড ঘটে থাকে, তা তদন্ত করে বের করবো আমরা। ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে আছে। গ্রেফতার দুই জনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
সাবেক এসপি সুব্রত কুমারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?