বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. লতিফা শামসউদ্দিন বলেছেন, ‘বাংলাদেশে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারে প্রতিবছর বহু নারীর মৃত্যু হচ্ছে। আবার যারা দীর্ঘমেয়াদের চিকিৎসা নিচ্ছেন তারাও বেশ বড় আকারে আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। অথচ একটু সচেতন হলে এই দুই মরণঘাতি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’
সম্প্রতি নওগাঁ সদর উপজেলার ইকরকুরি গ্রামে রহিমা বনিজ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ‘অসংক্রামক রোগ বিষয়ক স্বাস্থ্য সচেতনতা: জরায়ু মুখ ও স্তন ক্যান্সার’ শীর্ষক একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে ‘আলো ভুবন ট্রাস্ট’ এবং ‘রোটারি ক্লাব অব ঢাকা, ধ্রুবতারা’।
এসময় বাল্যবিবাহকে নিরুৎসাহিত করে পরিবারের কল্যাণে নারীদের নিজের স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান এই চিকিৎসক।
কর্মসূচিতে বিশেষজ্ঞদের দিয়ে স্তন ও জরায়ু ক্যান্সার পরীক্ষায় একটি স্বাস্থ্য ক্যাম্প চালানো হয়। এতে প্রায় দুই শতাধিক নারী অংশ নেন।
আয়োজকরা জানান, জরায়ু-মুখ এবং স্তন ক্যান্সারের শনাক্তকরণ সম্পর্কে সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলো ভুবন ট্রাস্টের নির্বাহী পরিচালক ড. হাসিন অনুপমা আজহারি, রোটারিয়ান ক্লাব অব ঢাকা ‘ধ্রুবতারা’র সাবেক প্রেসিডেন্ট রওশন আরা আক্তার, রোটারিয়ান ফারজানা হাসান দিনা, সোনিয়া রাজ্জাক, আনিলা মাজিদ, খালেদা ইসলাম, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ রোটারিয়ান আব্দুর রহমান রিজভী, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর প্রমুখ।
রহিমা বনিজ স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগামী ২০ সেপ্টেম্বর থেকে জার্মানির স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ড. ব্রিজিড সুম্যান গ্রামের সাধারণ জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানসহ উক্ত কেন্দ্র এবং নওগাঁর বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের আগামী এক মাস প্রশিক্ষণ প্রদান করবেন বলেও জানান আয়োজকরা।