X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৭ জন অবরুদ্ধ, ছাড়া পেলেন ভুল স্বীকার করে

জয়পুরহাট প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৩, ১০:৪৭আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১০:৫২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এক ব্যবসায়ীকে মাদককারবারি বানাতে চাইলে বিক্ষুব্ধ জনতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাত জনকে অনবরুদ্ধ করে রাখে। তিন ঘণ্টা পর লিখিতভাবে ভুলের স্বীকারোক্তি দিয়ে তারা সেখান থেকে ছাড়া পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দায়িত্বে থাকা পরিদর্শক মাহবুবর রহমানের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

এ সময় পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী একটি মাইক্রোবাসে পাঁচবিবি পৌর ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুরুজ ও তার দুই সহযোগী সৌরভ (২৮) ও সাব্বির হোসেন (২৮) গাড়িতে নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন। তখন শিমুলতলী এলাকায় পৌঁছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা মাইক্রোবাসটি থামানোর জন্য বলেন। তাৎক্ষণিক গাড়ি না থামিয়ে একটু অদূরে থামিয়ে বের হতেই কিছু বুঝে ওঠার আগেই তাদেরর তিন জনকে বেধড়ক মারধর করে মাদক কারবারি বলে চালানোর চেষ্টা চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে বিক্ষুব্ধরা তাদেরকে পাঁচবিবির গরুহাটী ঐতিহ্য হোটেলে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত হয়ে তিন ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে একটি লিখিত সমঝোতায় ঘটনাস্থল ত্যাগ করেন।

উপজেলার বালিঘাটা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সোহানুর রহমান সুরুজ বলেন, আমি আমার ব্যবসায়িক কাজে পাঁচবিবি থেকে জয়পুরহাটে রওনা দিই। দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় পৌঁছলে হঠাৎ সাদা পোশাকে থাকা দুই ব্যক্তি গাড়ি থামাতে বলেন। গাড়িটি সেখানে থামিয়ে কিছু দূর পরে থামানো হয়। এ সময় আমাদেরকে টেনেহিঁচড়ে লাঠি দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে মাদক কারবারি স্বীকার করতে বলা হয়। তাদের আচরণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আটক করে রাখে। পরে তারা ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মাহবুবুর রহমান বলেন, এএসআই আ ন হ হাসান, আপেল আলী মন্ডল, সিপাহী জয় কুমার দত্ত, রাজু আহমেদ, রিমন হোসেন, পাপিয়া সুলতানা পাঁচবিবি উপজেলার শিমুলতলীতে অভিযান চালাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস সিগনাল অমান্য করে। এ নিয়ে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার রোষাণলে পড়তে হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতায় ভুল স্বীকার করে লিখিত দিয়ে তিন ঘণ্টা পর তাদের উদ্ধার করে।

এ সময় পাঁচবিবি থানার এসআই আব্দুল করিম, এএসআই রইচ উদ্দিন, রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর মামুন ফকির, সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে উভয় পক্ষের লিখিত সমঝোতার মাধ্যমে মাদকদ্রব্য অধিদফতরের এসআই, এসআইসহ সাত জনকে উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, শিমুলতলী এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তল্লাশি চালালে কয়েকজনের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসা হয়েছে। আর এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা
কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা
মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার: আইনজীবী
মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার: আইনজীবী
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে